লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিএনপি’র ইফতার মাহফিল ১৯ জুন

আগামী ১৯ জুন রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ক্যালিফোর্নিয়া শখার উদ্যোগে লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে (3191 W 4th St, Los Angeles, CA 90020) এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী বাংলাদেশী ও ধর্মপ্রাণ মুসলিমদের নিয়ে বৃহৎ পরিসরে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি মো: আব্দুল বাছিত বলেন, প্রতি বছরের মতো এবারও লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সফল করার জন্য দলের সহ-সভাপতি মাহবুব রহমান শাহীনকে আহবায়ক ও যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল চৌধুরী শিপলু’কে সদস্ সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই আমাদের কর্মীরা কাজ শুরু করেছেন।

ক্যালিফোর্নিয়া বিএনপি’র তরুণ নেতা ও দলের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান জানান, অনলাইন, ইমেইল, ক্যালিফোর্ণিয়া বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেজ, টেক্সট মেসেজ ও ফোন কলের মাধ্যমে আমন্ত্রণ জানানোর কাজ চলছে। ক্যালিফোর্ণিয়া বিএনপি’র নেতারা প্রবাসী সকল বাংলাদেশী ভাই ও বোনদের ইফতারে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি