ক্যালিফোর্নিয়ার পোমোনায় ৬০ ফ্রিওয়েতে ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষের ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এবং এক বছরের এক শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। শনিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের (CHP) তথ্য অনুযায়ী, রাত প্রায় ১১টা নাগাদ ৬০ ফ্রিওয়ের পশ্চিমমুখী লেনে রিজার্ভোয়ার স্ট্রিটের পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে।
রিক রদ্রিগেজ (২৪), পোমোনার বাসিন্দা, বিপরীত দিক থেকে গাড়ি চালিয়ে একটি হোন্ডা সিভিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। হোন্ডা সিভিকে থাকা ২৯ বছর বয়সী চালক ও ৩৯ বছর বয়সী এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাড়িটিতে থাকা এক বছরের এক শিশু গুরুতর আহত হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রথম সংঘর্ষের পর, রদ্রিগেজের গাড়িটি ঘুরে গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয় সংঘর্ষে আক্রান্ত ব্যক্তিও হাসপাতালে ভর্তি হয়েছেন তবে তার আঘাত ছিল অপেক্ষাকৃত কম গুরুতর।
রিক রদ্রিগেজ নিজেও দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, মদ বা মাদক গ্রহণ করে গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ৬০ ফ্রিওয়ের বেশ কয়েকটি লেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এলএবাংলাটাইমস/ওএম