লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসন্তে রেকর্ড তাপমাত্রার সম্ভাবনা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসন্তের তাপমাত্রা বেড়ে রেকর্ড গড়তে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন। KTLA-এর আবহাওয়াবিদ কার্ক হকিন্স জানিয়েছেন, “আমরা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি বেশি তাপমাত্রা নিয়ে কথা বলছি।” ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেন্টুরা কাউন্টির উষ্ণতম উপত্যকাগুলোতে দুপুরের তাপমাত্রা ৯০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। “ওডল্যান্ড হিলস, ওজাই ও পাল্মডেলের মতো এলাকা সতর্ক অবস্থায় রয়েছে,” বলেন কার্ক। “এই এলাকাগুলোর তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।” ওডল্যান্ড হিলস সোমবার ৯৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে, যা ২৪ মার্চের আগের রেকর্ড ৮৯ ডিগ্রিকে ছাড়িয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের তাপজনিত অসুস্থতার বিষয়ে সতর্ক করেছেন। গরম থেকে রক্ষা পেতে পরামর্শ দেওয়া হয়েছে— পর্যাপ্ত পানি পান করা হালকা পোশাক পরা ঘন ঘন বিরতি নেওয়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাইরে কাজ এড়িয়ে চলা উচ্চ তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তবে সপ্তাহের বাকি দিনগুলোতে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এলএবাংলাটাইমস/ওএম