লস এঞ্জেলেস

গাড়ির চাকা চুরি করতে গিয়ে মালিকের স্বামীকে গুলি, অভিযুক্ত গ্রেফতার

এক ব্যক্তি গাড়ির চাকা ও রিম চুরি করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশের (LAPD) মুখপাত্র জানিয়েছেন, সোমবার রাত ১২:৩০ মিনিটের দিকে নর্থ হিলস এলাকার গ্লেডহিল স্ট্রিটের ১৬০০০ ব্লকে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে (২০-এর কোঠায়) গুলিবিদ্ধ অবস্থায় পান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। “ভুক্তভোগী দেখতে পান যে, তাঁর স্ত্রীর গাড়ির কাছে একটি গাড়ি এসে থামে,” বলেন LAPD মুখপাত্র। “তিনি বাইরে গিয়ে দেখতে পান এক ব্যক্তি গাড়ির চাকা ও রিম চুরি করার চেষ্টা করছে।” ভুক্তভোগী চিৎকার করলে, চোর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে,” যোগ করেন LAPD মুখপাত্র। গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি, যাঁর বয়স ৪০-এর কোঠায়, এলাকা থেকে পালিয়ে যান। তবে পরে পুলিশ তাঁকে আটক করে। KTLA-এর ফটো সাংবাদিক হোসে আলভারাদোর ধারণ করা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। পুলিশ সন্দেহভাজনের পরিচয় বা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এলএবাংলাটাইমস/ওএম