লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টির ৬৫ বছরের ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ

লস এঞ্জেলেস কাউন্টির এক ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন, এবং তার পরিবার ও গোয়েন্দারা তাকে খুঁজে পেতে কমিউনিটির সহায়তা চেয়েছেন। কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত করেছে ৬৫ বছর বয়সী এরিক ওয়াং হিসেবে, যিনি আলঝাইমার্সে আক্রান্ত। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, ওয়াংকে সর্বশেষ ২১ মার্চ সকাল ৯:৪৫ মিনিটে হ্যাসিয়েন্ডা হেইটস-এর কেনার্ড স্ট্রিটের ১৫০০০ ব্লকে দেখা গিয়েছিল। ওয়াং-এর উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ১৯৮ পাউন্ড। তার কালো চুল, গাঢ় রঙের চোখ এবং সাধারণত পরিষ্কার শেভ করা মুখ রয়েছে। তিনি নিখোঁজ হওয়ার সময় ধূসর রঙের লম্বা হাতার টি-শার্ট ও খাকি রঙের প্যান্ট পরেছিলেন। পরিবার তার নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। যে কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে, লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের মিসিং পার্সনস ইউনিটের ৩২৩-৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, গোপনীয়ভাবে তথ্য দিতে চাইলে ৮০০-২২২-টিপস (৮৪৭৭) নম্বরে কল করে "ক্রাইম স্টপারস"-এর মাধ্যমে তথ্য জানানো যাবে। এলএবাংলাটাইমস/এজেড