লস এঞ্জেলেস

ডাক বাহকদের ওপর চোরদের হামলা, টার্গেট ‘অ্যারো কি’

যুক্তরাষ্ট্রের ডাক বাহকদের (পোস্টাল ক্যারিয়ার) ওপর হামলার ঘটনা দিন দিন বাড়ছে। ডাক পরিষেবা কর্মীদের জন্য এসব হামলা শুধু শারীরিকভাবে আঘাতের কারণই নয়, বরং এটি মার্কিন ডাক পরিষেবার (ইউএসপিএস) গ্রাহকদের জন্যও বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। ক্যালিফোর্নিয়ায় ৫১৬টি হামলার ঘটনা ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় ডাক বাহকদের ওপর অন্তত ৫১৬টি হামলার ঘটনা ঘটেছে। ফেডারেল রেকর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শুধু লস অ্যাঞ্জেলেস শহরেই ডাক কর্মীদের ওপর ৫৫টি হামলা বা ডাকাতির ঘটনা ঘটেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে সান ফ্রান্সিসকো, যেখানে ৫২টি হামলা হয়েছে। তৃতীয় স্থানে থাকা ওকল্যান্ডে ঘটেছে ৪৬টি হামলা, আর সান বার্নার্ডিনোতে ঘটেছে ১১টি। টার্গেট ‘অ্যারো কি’ অধিকাংশ ক্ষেত্রে ডাক কর্মীদের লক্ষ্যবস্তু করা হয় তাদের কাছে থাকা বিশেষ ‘অ্যারো কি’-এর জন্য। এই চাবি ক্লাস্টার মেইলবক্স খোলার জন্য ব্যবহৃত হয়, যা সাধারণত অ্যাপার্টমেন্ট ভবন, শিল্প এলাকা এবং আবাসিক কমপ্লেক্সে (HOA) পাওয়া যায়। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় ৩৯২টি অ্যারো কি চুরি বা হারানোর ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪৭টিতে। এসব চাবি কালোবাজারে বিক্রি করা হয়, যা ডাক চোরদের মেইলবক্স থেকে সহজেই ডাকপত্র চুরি করতে সহায়তা করে। লস এঞ্জেলেস ডাক চুরির উদ্বেগজনক সংখ্যা ২০২৩ সালে লস এঞ্জেলেস কাউন্টিতে ডাক পুলিশ বিভাগে ৭,৫০৯টি ডাক চুরির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বেলফ্লাওয়ারের ৯০৭০৬ জিপ কোড এলাকা থেকে।  ডাক কর্মীদের নিরাপত্তা এবং গ্রাহকদের ডাক চুরির হাত থেকে বাঁচাতে ডাক বিভাগের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ডাক পরিষেবার নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদেরও সচেতন থাকতে হবে।  এলএবাংলাটাইমস/ওএম