লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কুকুরকে লোহার চেইন দিয়ে মারধরের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু

লস এঞ্জেলেস পুলিশের তদন্ত শুরু হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি ডাউনটাউন লস এঞ্জেলেসের একটি অ্যাপার্টমেন্ট ভবনের করিডোরে লোহার চেইন দিয়ে কুকুরকে বারবার মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী টেরি বলেন, “আমি চোখের সামনে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিভাবে কেউ নিজের পোষা প্রাণীর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে, তাও আবার প্রকাশ্যে?” মার্চের ১৮ তারিখে এই ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। টেরির রিং ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে, যা তিনি অনলাইনে শেয়ার করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এরপর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। মঙ্গলবার, Eyewitness News-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে টেরি জানান, তিনি তার প্রতিবেশীর এমন আচরণ দেখে হতাশ হয়েছেন এবং পুলিশকে ফোন করার আগে সরাসরি তাকে এর বিরুদ্ধে কথা বলেছেন। পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন যে ক্যালিফোর্নিয়ায় পোষা প্রাণীকে “সম্পত্তি” হিসেবে বিবেচনা করা হয় এবং মানব-সম্পর্কিত মামলাগুলোর পরে পশু নির্যাতনের ঘটনাগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বের সঙ্গে দেখা হয়। টেরি জানান, অভিযুক্ত ব্যক্তি মাত্র দুই মাস আগে তার পাশের ফ্ল্যাটে উঠেছেন। কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি রিং ক্যামেরার পুরনো ফুটেজগুলো পর্যবেক্ষণ করতে শুরু করেন। “আমি ৫ মার্চের একটি ভিডিও পাই, যেখানে দেখা যায়, তিনি কুকুরটিকে জোরে ধরে দেয়ালে ছুড়ে মারছেন,” বলেন টেরি। এছাড়াও, ফেব্রুয়ারির ১২ তারিখের ফুটেজে কুকুরটির কান্নার শব্দ শোনা যায়, যখন মালিক তাকে নিয়ে ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যান। টেরির মতে, “তিনি শুধুই নিজের রাগ এই নিরীহ প্রাণীটির ওপর ঝাড়ছেন।” টেরির উদ্যোগের কারণে এখন Animal Services সংস্থাও বিষয়টি দেখছে, তবে তদন্তের ধীরগতিতে তিনি হতাশ। “তদন্তকারীরা বলছে, ক্যালিফোর্নিয়ায় পোষা প্রাণীদের শাস্তি দেওয়ার অনুমতি মালিকদের আছে, তাই পশু নির্যাতনের মামলা প্রমাণ করা কঠিন। কিন্তু ভিডিওতে স্পষ্ট যে কুকুরটি কিছুই করেনি, যার জন্য তাকে এভাবে শাস্তি দেওয়া হতে পারে,” বলেন টেরি। তিনি চান, তার প্রতিবেশীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে তিনি আর কোনো পশুর মালিক হতে না পারেন। “আমি মনে করি, আইনকে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, যেন তিনি আর কোনো পশু পেতে না পারেন,” বলেন তিনি।  এলএবাংলাটাইমস/ওএম