লস এঞ্জেলেস

ফন্টানায় শ্বশুরের গুলিতে জামাতা নিহত, অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ফন্টানা শহরে এক ৫১ বছর বয়সী পুরুষকে শ্বশুরের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে এবং ৮৩ বছর বয়সী শ্বশুর রিচার্ড অ্যালেন পার্কার নিজেই পুলিশে আত্মসমর্পণ করেছেন। ফন্টানা পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪টার দিকে ৬৭০০ ব্লক, উইন্টার নাইট কোর্টে গুলির শব্দ শোনা যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা নিহত ব্যক্তিকে শনাক্ত করে, যার নাম জোসুয়া অ্যালেন ফোর্ডহ্যাম। তিনি তার গ্যারাজে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যান। জানা গেছে, ফোর্ডহ্যাম একটি স্থানীয় হাসপাতালে নার্স হিসেবে কাজ করছিলেন এবং কর্মস্থল থেকে বাসায় ফিরে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্বশুর রিচার্ড অ্যালেন পার্কার পুলিশে আত্মসমর্পণ করেন এবং কোনো প্রতিরোধ করেননি। ফন্টানার বাড়ির আকাশচুম্বী ভিডিও ফুটেজে পুলিশ গাড়ি দেখা যায় এবং পুলিশের টেপ দিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়। তদন্তকারী কর্মকর্তারা সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন জায়গায় প্রমাণ সংগ্রহ করেন। ঘটনার মোটিভ এখনও স্পষ্ট নয়, তবে প্রতিবেশীরা জানায়, সম্প্রতি ওই পরিবারে কিছু সমস্যা ছিল। তারা বলেছে, ফোর্ডহ্যাম এবং তার স্ত্রীর মধ্যে গরমগরম তর্কবিতর্ক ও ঝগড়া হয়েছিল, এমনকি কখনো তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। এক প্রতিবেশী, টারা হুইটফিল্ড জানান, “আমার স্বামী একবার দেখেছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে তর্ক চলাকালে স্বামী স্ত্রীকে মাটিতে ফেলে দিয়েছিল।” আরেক প্রতিবেশী, যিনি শুধু ‘পিট’ নামে পরিচিত, তিনি বলেন, “এটা সত্যিই চমকপ্রদ। আমি তাকে অনেক বছর ধরে চিনি, সে এখন আর নেই।” পুলিশ কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, জনসাধারণের জন্য কোনো হুমকি অব্যাহত নেই, তবে ফন্টানার এলাকায় পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। এলএবাংলাটাইম/ওএম