লস এঞ্জেলেস

কাম্পটনে স্কুলের কাছে গুলিতে মা ও মেয়ে নিহত

ক্যালিফোর্নিয়ার কম্পটন শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গুলিবর্ষণের ঘটনায় মা ও তার মেয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, ৪৫ বছর বয়সী মা ও ২২ বছর বয়সী মেয়ে তাদের টয়োটা সেডানে সিগন্যাল লাইটে অপেক্ষা করছিলেন, এমন সময় অপর একটি গাড়ি তাদের পাশে এসে পৌঁছায় এবং গাড়ির ভেতর থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ মা ও মেয়েকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তাদের গাড়িটি সাইডওয়াকের উপর উঠে একটি ট্র্যাফিক পোস্টে ধাক্কা খেয়েছিল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন গাড়িটি সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে দক্ষিণে চলে যায়। এই ঘটনাটি স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে। প্রতিবেশীরা তাদের শোক প্রকাশ করে বলেছেন, "মা ও মেয়েকে এইভাবে দেখতে পাওয়া সত্যিই হৃদয়বিদারক।" লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে কোনো তথ্য থাকলে তাদের হোমিসাইড ব্যুরোতে (৩২৩-৮৯০-৫৫০০) যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। যদি কেউ গোপনে তথ্য দিতে চান, তারা ক্রাইম স্টপার্সে (৮০০-২২২-৮৪৭৭) ফোন করতে পারেন। এই ঘটনার বিষয়ে কোনো সন্দেহভাজন শনাক্ত করা হয়নি, এবং তদন্ত অব্যাহত রয়েছে।  এলএবাংলাটাইমস/ওএম