লস এঞ্জেলেস

সিলমারে গাড়ি পাহাড় থেকে পড়ে আহত নারী ও তিন শিশু হাসপাতালে ভর্তি

লস এঞ্জেলেসের সিলমার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে প্রায় ১২০ ফুট গভীর খাদে। এতে এক নারী ও তিন শিশুসহ মোট চারজন আহত হন। লস এঞ্জেলেস সিটি ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানায়, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনাটি ঘটে নর্থ হার্ডিং স্ট্রিটের ১২০০০ ব্লকে, এল ক্যারিসো গলফ কোর্স এবং লোপেজ ক্যানিয়ন সিলমার হাইকিং ট্রেইলের মাঝামাঝি স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির সব যাত্রী নিজেরাই গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং পরে প্যারামেডিকরা এসে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতরা হলেন ৪৪ বছর বয়সী এক নারী এবং তিনটি মেয়ে শিশু—যাদের বয়স যথাক্রমে ১২, ৭ এবং ৩ বছর। চারজনকেই ‘ফেয়ার কন্ডিশনে’ হাসপাতালে নেওয়া হয় এবং তাঁদের আঘাতগুলো ছিল তুলনামূলকভাবে মৃদু। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে থেকে গাড়িটি খাদ থেকে তোলার কাজ চালিয়ে যায়। দুর্ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/এজেড