লস এঞ্জেলেস

৫ বছরের শিশুর গায়ে আঘাতের চিহ্ন, নারী আটক

স্যান বার্নার্ডিনো কাউন্টিতে এক ৫ বছর বয়সী শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার পর এক নারীকে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ মে, নিডলস এলাকার বেইলি অ্যাভিনিউর ১০০০ নম্বর ব্লকে সম্ভাব্য শিশুর উপর শারীরিক নির্যাতনের অভিযোগে সাড়া দিয়ে একটি বাড়িতে যায় কাউন্টি শেরিফের ডেপুটিরা। সেখানে পৌঁছে তারা দেখতে পান, ৫ বছর বয়সী একটি শিশুর মুখে জখম ও নীলচে আঘাতের চিহ্নরয়েছে। তদন্তের পর পুলিশ টিফানি টোরেস (বয়স ৩৩) নামের এক নারীকে ঐ বাড়ি থেকেই আটক করে। তার বিরুদ্ধে "শিশু নির্যাতন ও আঘাতের মাধ্যমে ক্ষতি সাধনের" অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ ওই শিশুর সঙ্গে টিফানির সম্পর্ক বা আত্মীয়তার বিষয়টি জানায়নি। টিফানিকে কলোরাডো রিভার স্টেশন জেলেনিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বুকিং প্রক্রিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি ৫০,০০০ ডলার জামিনেআটক রয়েছেন এবং আদালতে হাজিরার অপেক্ষায় আছেন। এ মামলার বিষয়ে এখন পর্যন্ত আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যাদের কাছে এই ঘটনার বিষয়ে অতিরিক্ত তথ্য রয়েছে, তাদেরকে অনুরোধ করা হয়েছে কলোরাডো রিভার স্টেশন/নিডলস পুলিশ বিভাগের ডেপুটি এস. কুক-এর সঙ্গে যোগাযোগ করতে (ফোন: ৭৬০-৩২৬-৯২০০)। এছাড়া গোপন তথ্য We-Tip-এর মাধ্যমে ফোনে (১-৮০০-৭৮২-৭৪৬৩) বা অনলাইনে wetip.comওয়েবসাইটে জানানো যাবে।

এলএবাংলাটাইমস/ওএম