লস এঞ্জেলেস

৬ লাখ ডলার আত্মসাৎ: সাবেক অফিসারের বিরুদ্ধে ১৫টি ফৌজদারি অভিযোগ

ক্যালিফোর্নিয়ার ওরেঞ্জ কাউন্টির ওয়েস্টমিনস্টার পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তা নিকোল ব্রাউন (৩৯) কর্মস্থলে আঘাতপ্রাপ্ত হয়ে অক্ষমতার ভান করে ৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ আত্মসাৎ করার অভিযোগে ১৫টি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন।অভিযোগ অনুযায়ী, তিনি ২০২২ সালের মার্চে মাথায় হালকা কাটা আঘাত পান এবং চিকিৎসক তাকে কাজের জন্য উপযুক্ত ঘোষণা করেন।কিন্তু তিনি দাবি করেন যে তিনি গুরুতর মস্তিষ্কে আঘাত পেয়েছেন এবং অস্থায়ীভাবে অক্ষম। ব্রাউন এই সময়ে সম্পূর্ণ অক্ষমতার ভান করে করমুক্ত বেতন এবং চিকিৎসা খরচসহ ৬ লাখ ডলারের বেশি অর্থ গ্রহণ করেন।তবে তদন্তে দেখা যায়, তিনি এই সময়ে স্টেজকোচ মিউজিক ফেস্টিভ্যালে নাচেন ও মদ্যপান করেন, স্কিইং করেন এবং ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ব্রাউনের সৎপিতা পিটার গ্রেগরি শুমান, যিনি একজন লাইসেন্সপ্রাপ্ত আইনজীবী, এই প্রতারণায় সহায়তা করার অভিযোগে দুটি ফৌজদারি মামলার সম্মুখীন হয়েছেন।তিনি ব্রাউনের পক্ষে পুলিশ বিভাগের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন এবং তার অক্ষমতার ভানকে সমর্থন করেন। ব্রাউনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলি প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ ২২ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন, এবং শুমান সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন। এই ঘটনা পুলিশ বিভাগের অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্বকে পুনরায় সামনে এনেছে।

এলএবাংলাটাইমস/ওএম