লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবদাহ সতর্কতা জারি: তাপপ্রবাহে বিপদের আশঙ্কা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলমান তাপপ্রবাহের কারণে জাতীয় আবহাওয়া সংস্থা (NWS) একটি দাবদাহ সতর্কতা (Heat Advisory)জারি করেছে। এই সতর্কতা বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে। এতে তাপ-সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি বেড়ে গেছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূলীয় অঞ্চল ছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অভ্যন্তরীণ এলাকাগুলোতে টানা গরম আবহাওয়া বিরাজ করবে। এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার হবে সবচেয়ে গরম দিন। তীব্র তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার কারণে এই সময়টাতে বড় ধরনের ঘাসের আগুন লাগার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতোমধ্যেই তাপপ্রবাহের প্রভাবে মঙ্গলবার ইনল্যান্ড এম্পায়ার এলাকায় একটি উদ্ভিদে অগ্নিকাণ্ড ঘটে, যেখানে ১০০ একরেরও বেশি এলাকা পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী ব্যাপক প্রচেষ্টা চালায় এবং এলাকাবাসীকে সরিয়ে নেওয়া হয়। এই ধরনের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সপ্তাহের সবচেয়ে গরম দিন হিসেবে চিহ্নিত হলেও, বৃহস্পতিবারও উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাবে না। শুধুমাত্র অল্পমাত্রায় ঠান্ডা অনুভূত হতে পারে। তবে Memorial Day উপলক্ষে ছুটির সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বাসিন্দাদের জন্য। সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দুপুর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে না থাকার আহ্বান জানানো হয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা এবং ঘন ঘন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়িতে শিশু বা পোষা প্রাণী রেখে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শুকনো ঘাস বা বনে আগুন লাগানোর মত কাজ থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছে দমকল বিভাগ।

এলএবাংলাটাইমস/ওএম