লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটিরা বুধবার ভোর ৪টার দিকে পিকো রিভেরার টেলিগ্রাফ রোডের ৮০০০ ব্লকের একটি বাসায় অচেতন ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে তারা ৬০-এর দশকের শেষ দিকে বয়স এমন এক ব্যক্তিকে মৃত অবস্থায় পান।
ওই বাড়িতেই বসবাসকারী ৪০-এর দশকের এক পুরুষকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তদন্তের সময় তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ২০ লাখ ডলারের জামিনে কারাবন্দী রয়েছেন।
তবে এই মর্মান্তিক ঘটনার পেছনের কারণ, নিহতের শরীরে কী ধরনের আঘাত ছিল বা নিহত ও অভিযুক্তের মধ্যে কী সম্পর্ক ছিল—এসব বিস্তারিত কিছুই এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে জড়িতদের নামও এখনো জানানো হয়নি।
এলএবাংলাটাইমস/এজেড