লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (LAPD) সম্প্রতি এক সহিংস ডাকাতি ও গুলির ঘটনায় জড়িত চারজন সন্দেহভাজনের সন্ধানে জনগণের সহায়তা চেয়েছে। ঘটনা ঘটেছে গত ২৮ এপ্রিল রাত ১২টার কিছু পরে, দক্ষিণ অক্সিডেন্টাল বুলেভার্ডের ১০০ নম্বর ব্লকের একটি নির্জন স্থানে, যা বেভারলি বুলেভার্ডের কাছাকাছি।
পুলিশ জানায়, ভুক্তভোগী এক পুরুষ একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে পরিচিত হওয়া এক নারীর সঙ্গে দেখা করতে সেখানে যান। নারীর বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছরের মধ্যে, তিনি একজন কৃষ্ণাঙ্গ, পরনে ছিল বাদামি শার্ট ও ধূসর রঙের সুয়েটপ্যান্ট।
তাদের দেখা হওয়ার কিছুক্ষণ পরই একটি নতুন মডেলের কালো ডজ চার্জার বা চ্যালেঞ্জার গাড়িতে করে আরও দুইজন সন্দেহভাজন — একজন পুরুষ ও একজন নারী — সেখানে এসে উপস্থিত হয়। পুরুষ সন্দেহভাজনটি ভুক্তভোগীর আনলক করা গাড়ির দরজা খুলে অস্ত্র তাক করে তার সমস্ত সম্পত্তি দাবি করে।
“তারা গাড়ির ভিতর তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে এবং ভুক্তভোগীকে তার মোবাইল ফোন আনলক করে পাসকোড দিতে বাধ্য করে,” পুলিশ জানায়।
এরপর গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় ওই সশস্ত্র পুরুষ সন্দেহভাজন, যার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে, মুখে দাড়ি, পরনে বাদামি ওভারঅল, নীল টি-শার্ট ও কালো জুতা, ভুক্তভোগীর দিকে গুলি ছোড়ে। গুলিতে আহত না হলেও, প্রাণের ভয়ে ভুক্তভোগী ঘটনাস্থল থেকে দৌড়ে পালান এবং গাড়িটি ফেলে রেখে যান।
ডাকাতির সঙ্গে জড়িত আরেক নারী সন্দেহভাজনকে হিস্পানিক বর্ণনার ১৭ থেকে ২৫ বছর বয়সী হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি একই ধরনের বাদামি শার্ট ও ধূসর সুয়েটপ্যান্ট পরিহিত ছিলেন।
পুলিশ যে কোনো তথ্য জানা ব্যক্তিকে এগিয়ে এসে LAPD-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে, যাতে এই সহিংস অপরাধের তদন্তে অগ্রগতি সম্ভব হয়।
এলএবাংলাটাইমস/এজেড