লস এঞ্জেলেস

অ্যামাজনের ১০টি ডেলিভারি ট্রাকে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই ৮টি

রবিবার ভোরে লস এঞ্জেলেসের একটি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যামাজনের ১০টি ডেলিভারি ট্রাক আগুনে পুড়ে যায়। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানায়, ভোর ১টা ৩৫ মিনিটের দিকে ৪৮৪১ ওয়েস্ট সান ফার্নান্দো রোডে অবস্থিত একটি অ্যামাজন বাণিজ্যিক কেন্দ্রে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ারফাইটাররা দেখতে পান, গ্যাসচালিত ট্রাকগুলো জ্বলছে। গ্লেনডেলের ফায়ার ইউনিটও উদ্ধারকাজে সহায়তা করে। আগুন নেভাতে কত সময় লেগেছে বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস জানায়, প্রত্যেকটি ট্রাক খালি ছিল—এর মধ্যে কোনো প্যাকেজ বা ডেলিভারির মালামাল ছিল না। LAFD জানায়, ১০টি ট্রাকের মধ্যে ৮টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার বিভাগ জানায়, “সবগুলো যানবাহনের আগুন নিভিয়ে ফেলা হয়েছে, কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহত হয়নি।” ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম