লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির বাড়ি থেকে বিস্ফোরক ও বেআইনি অস্ত্র উদ্ধার

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে একটি গাড়ি থামানোর পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র, বিস্ফোরক তৈরির উপকরণ ও বিপুল পরিমাণ গুলি। বৃহস্পতিবার (১৮ জুলাই, ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কাউন্টি শেরিফ বিভাগ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ব্র্যান্ডন এডওয়ার্ডস (৩৮), যিনি হোমল্যান্ড শহরের বাসিন্দা। তাকে ৮ জুন সকালে টেমেকুলা শহরের গ্লেন ওকস ও প্র্যাট রোড এলাকায় চুরি যাওয়া একটি গাড়ি চালাতে দেখে থামায় পুলিশ। গাড়ি তল্লাশি করে পাওয়া যায় চারটি আগ্নেয়াস্ত্র (রাইফেল ও হ্যান্ডগান), সাইলেন্সার এবং বিপুল পরিমাণ গুলি। এরপর এডওয়ার্ডসকে অস্ত্র আইনে ও চুরি যাওয়া গাড়ির মালিকানা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও বহু অবৈধ অস্ত্র, বিস্ফোরক তৈরির উপকরণ এবং কিছু তৈরি অবস্থায় থাকা ‘হোমমেড বোমা’ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি বেআইনি অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কেন বিস্ফোরক বানাচ্ছিলেন, সেটি এখনও স্পষ্ট নয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক গুলো কোথাও ব্যবহার করা হতো কিনা—তা জানা যায়নি। রিভারসাইড কাউন্টি শেরিফের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে নিরাপদে বিস্ফোরক জব্দ করে। বর্তমানে ব্র্যান্ডন এডওয়ার্ডসকে কোনো জামিন ছাড়াই কোইস বায়ার্ড ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এই মামলার তদন্তে যারা কোনো তথ্য জানেন, তাদের ৯৫১-৬৯৬-৩০৬৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম