লস এঞ্জেলেসের ইস্ট হলিউড এলাকায় একটি নাইটক্লাবের বাইরে জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে ‘মারাত্মক অস্ত্র দ্বারা হামলার’ অভিযোগ গঠন করা হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানায়, শনিবার ভোর রাত ২টার দিকে ‘দ্য ভারমন্ট হলিউড’ নামের একটি মিউজিক ভেন্যুর বাইরে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে ওই গাড়িটি উঠে যায়। এতে অন্তত ৩০ জন আহত হন।
পুলিশের বরাতে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত অধিকাংশই নারী ছিলেন। গাড়িটি প্রথমে ইউ-টার্ন করে একটি টাকো স্টল, ভ্যালেট পডিয়াম ভেঙে জনতার ওপর উঠে যায়।
এলএপিডি কমান্ডার লিলিয়ান ক্যারেঞ্জা জানান, চালককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উপস্থিত জনতার কেউ তাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা গাড়ি থেকে চালককে বের করে মারধর শুরু করেন।
চালকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে পুলিশের প্রাথমিক তদন্তে তাকে মাদকাসক্ত বা নেশাগ্রস্ত মনে হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার সময় নাইটক্লাবে রেগে ও হিপ-হপ মিউজিক অনুষ্ঠান চলছিল।
পুলিশ জানায়, যে ব্যক্তি চালককে গুলি করে পালিয়ে যান, তাকে এখনো চিহ্নিত করা যায়নি। তিনি সম্ভবত একজন টাকমাথা হিস্পানিক পুরুষ, পরনে ছিল নীল জার্সি এবং তার হাতে রূপালি রঙের রিভলবার ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এলএফডি ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগারপেন জানান, আহতদের স্থানীয় হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। শনিবার রাত পর্যন্ত সাতজনের অবস্থা আশঙ্কাজনক, ছয়জন গুরুতর আহত এবং দশজন সামান্য আহত হয়েছেন। সাতজন চিকিৎসার মাঝপথেই হাসপাতাল ত্যাগ করেছেন।
লস এঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস এক বিবৃতিতে ঘটনাটিকে “হৃদয়বিদারক ট্র্যাজেডি” বলে উল্লেখ করেছেন এবং পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।
ঘটনাস্থলের ছবি থেকে দেখা গেছে, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাতে উঠে দাঁড়িয়ে আছে, চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ এবং পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।
পুলিশ এই ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে তদন্ত করছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম