লস এঞ্জেলেস

ওরেগনের ঝরনায় স্রোতে ভেসে গিয়ে ১ জন নিহত, ২ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে একটি জলপ্রপাতের স্রোতে ভেসে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। রবিবারও তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডেসচুটস কাউন্টি শেরিফ অফিস জানায়, শনিবার দুপুরে বেন্ড শহর থেকে প্রায় ১০ মাইল দূরে ডেসচুটস নদীর ডিলন ফলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নদী থেকে তিনজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বেন্ডের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে শেরিফ অফিস। সার্জেন্ট জোশ বার্কার জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলেছে এবং তা রবিবার সকালেও পুনরায় শুরু হয়। তবে এখনো নিহত বা নিখোঁজ ব্যক্তিদের পরিচয় বা কীভাবে তারা ঝরনার স্রোতে ভেসে গেলেন—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। ডিলন ফলস, যা ডেসচুটস ন্যাশনাল ফরেস্টের মধ্যে অবস্থিত, এটি একটি বড় ঝরনা যেখানে পানির প্রবাহ একটি বড় পতনের পর সরু লাভা পাথরের গিরিখাতে দিয়ে তীব্র স্রোতে প্রবাহিত হয়। ঝরনার তীব্র স্রোত এবং বিপজ্জনক ধাপগুলোই এই দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম