নরওয়াকের ৬০৫ ফ্রিওয়েতে রবিবার রাত ১টার কিছু আগে ঘটে ভয়াবহ এক চেইন রিঅ্যাকশন দুর্ঘটনা, যাতে আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র অফিসার জ্যাকারি সালাজার জানান, বেলফ্লাওয়ারের ২৬ বছর বয়সী আইরিস সালমেরন নামে এক নারী উচ্চগতিতে গাড়ি চালিয়ে মাঝ রাস্তায় থেমে থাকা একটি নিসানে ধাক্কা দেন। ধারণা করা হচ্ছে, তিনি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।
দুর্ঘটনার ঠিক আগে নিসানটি আরেকটি দুর্ঘটনায় একটি সিএইচপি (ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল) গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর যখন গাড়িটি রাস্তায় থেমে ছিল, তখন সালমেরনের কিয়া গাড়িটি সেটিকে ধাক্কা দেয়। তাতেই গাড়িতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা চারজন ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
৬০৫ ফ্রিওয়ের অন্যান্য চালকরা আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভিডিও ধারণ করেন। নিসানটি রাস্তার মাঝখানে জ্বলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সালমেরন এবং তার সঙ্গে থাকা একজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সিএইচপি অফিসার অক্ষত রয়েছেন।
আইরিস সালমেরনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধে মামলা করা হবে, যার মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আহত করা এবং রক্তে অ্যালকোহলের মাত্রা ০.০৮% বা তার বেশি থাকাকালে দুর্ঘটনার মাধ্যমে আহত করা।
অফিসার সালাজার বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবারদের জন্য ভয়াবহ। এ ধরনের ঘটনা পুরোপুরি প্রতিরোধযোগ্য।”
এই দুর্ঘটনার কারণে ৬০৫ ফ্রিওয়ের দক্ষিণমুখী সব লেন প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। পরে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়। নিহত চারজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম