লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত, স্বাস্থ্য সতর্কতা জারি

অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য বিভাগ একটি জরুরি সতর্কতা জারি করেছে, কারণ এলাকাটির কিছু মশার দেহে ওয়েস্ট নাইল ভাইরাস (West Nile Virus) শনাক্ত হয়েছে। অরেঞ্জ কাউন্টি মশা ও রোগ বাহক নিয়ন্ত্রণ সংস্থা (OCMVCD) মঙ্গলবার এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, “অ্যানাহেইম (Anaheim) এবং গার্ডেন গ্রোভ (Garden Grove) শহরে সংগৃহীত মশার নমুনাগুলোতে ওয়েস্ট নাইল ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।” চলতি বছরে এই চারটি পজিটিভ নমুনাই ভাইরাসটির প্রথম শনাক্ত কার্যক্রম হিসেবে গণ্য করা হচ্ছে। মশার কামড় থেকে রক্ষা পেতে OCMVCD নিম্নলিখিত কিছু প্রতিরোধমূলক পরামর্শ দিয়েছে: বাড়ির আশেপাশে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন। জানালা ও দরজার স্ক্রিনগুলো ভালো অবস্থায় আছে কি না তা নিশ্চিত করুন। DEET®, Picaridin, Oil of Lemon Eucalyptus, বা IR3535 যুক্ত মশা প্রতিরোধী লোশন ব্যবহার করুন। মৃত পাখি বা অবহেলিত সুইমিং পুল দেখতে পেলে OCMVCD-কে রিপোর্ট করুন। সংস্থাটি আরও জানায়, “মশার আক্রমণের সবচেয়ে সক্রিয় সময় ভোর ও সন্ধ্যা। এই সময় মশা নিরোধক ব্যবহার করে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।” উল্লেখ্য, ওয়েস্ট নাইল ভাইরাস একটি মশাবাহিত রোগ যা যুক্তরাষ্ট্রসহ ক্যালিফোর্নিয়ার অনেক অঙ্গরাজ্যে স্থায়ীভাবে ছড়িয়ে পড়েছে। এটি মানবদেহে সংক্রমণ ঘটিয়ে জ্বর, দুর্বলতা এমনকি স্নায়বিক জটিলতার সৃষ্টি করতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম