লস এঞ্জেলেস

হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লস এঞ্জেলেসের লিনউড এলাকায় এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার প্রায় ১০ মাস পরও পলাতক চালককে শনাক্ত না করায়, তার পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ২০,০০০ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে, লিনউডের বাসিন্দা এলিজাহ লং (৪২) আটলান্টিক অ্যাভিনিউ ধরে উত্তরমুখে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় দক্ষিণমুখে আসা একটি দ্রুতগতির রূপালি বা হালকা নীল রঙের টয়োটা সেডান গাড়ি আরলিংটন অ্যাভিনিউর দিকে বাঁক নেওয়ার সময় তার মোটরসাইকেলে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে এলিজাহ লং ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু গাড়িচালক পালিয়ে যায়। এখনো চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি। লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার জ্যানিস হান বলেন, “প্রকাশ্য দিবালোকে যে ব্যক্তি একটি প্রাণঘাতী দুর্ঘটনার পর স্থান ত্যাগ করে, তার গাড়ি চালানোর কোনো অধিকার নেই। এলিজাহর মৃত্যু তার বাবা ও ভাইবোনদের ভেঙে দিয়েছে। আমরা জনগণের সাহায্য চাই, যেন এই চালককে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়।” ২০২৫ সালের ২৯ জুলাই, লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ ওই চালকের পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ২০,০০০ ডলারের পুরস্কার ঘোষণা করে। যেকোনো তথ্য থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর ডিটেকটিভ কনার আইটনারের সঙ্গে (ফোন: ৩২৩-৫৬৮-৪৭৯৬)। গোপনভাবে তথ্য দিতে চাইলে যোগাযোগ করা যাবে লস এঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপারস-এ ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে অথবা অনলাইনে: lacrimestoppers.org

এলএবাংলাটাইমস/ওএম