প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একটি নির্বাহী আদেশ দিয়েছেন, যাতে ওই এলাকায় অতিরিক্ত বাড়ি নির্মাণ সীমিত করা যায়।
এই আদেশের ফলে সেনেট বিল ৯ (SB 9)-এর কার্যকারিতা আংশিকভাবে কমানো হবে। এই রাজ্যীয় আইনটি মূলত আগের একতলা বাড়ির জায়গায় একাধিক ইউনিট তৈরির অনুমতি দেয়, যাতে বেশি সংখ্যক মানুষকে বসবাসের সুযোগ দেওয়া যায়। তবে প্যালিসেডসের বাসিন্দারা বলছেন, এটি আগুনে পুড়ে যাওয়া এলাকায় অতিরিক্ত ঘনবসতি তৈরি করে ঝুঁকি আরও বাড়াবে।
নতুন আদেশ অনুযায়ী, যেখানে আগুন লাগার ঝুঁকি বেশি, সেই এলাকাগুলোতে স্থানীয় সরকার SB 9-এর নিয়ম সীমিতভাবে প্রয়োগ করতে পারবে।
মঙ্গলবার গভর্নরের আদেশের আগেই অনেক বাসিন্দা তাদের ভয় ও অভিজ্ঞতা গণমাধ্যমে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মে সাং বলেন, “আমি শুধু নিরাপদে বাড়ি ফিরতে চাই। আমি চাই না, পরেরবার যদি আগুন লাগে, তখন বেরোতে না পেরে মরতে হই।”
তিনি জানান, সম্প্রতি কিছু আবেদন জমা পড়েছে যাতে একটি একতলা বাড়ির জায়গায় তিনটি ইউনিট তৈরির পরিকল্পনা আছে—দুটি আবাসিক ইউনিট ও একটি অতিরিক্ত ছোট ইউনিট (ADU)।
সাং নিজে জানুয়ারির ভয়াবহ আগুনে দুটি বাড়ি হারিয়েছেন। তিনি বলেন, সরু ও বাঁকানো রাস্তার কারণে সেই দিন এলাকা ছাড়তে তার দুই ঘণ্টা লেগেছিল।
লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল সদস্য ট্রেসি পার্ক বলেন, “অনেক প্রকৃত মালিক এখনও বাড়ি বানাতে পারছেন না বীমা সংকট আর খরচের কারণে। কিন্তু এই সুযোগে ব্যবসায়ীরা ফাঁকা জমি কিনে ঘনবসতি তৈরি করছে, যা ঝুঁকিপূর্ণ। অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই ধরনের নির্মাণে বিরতি দিতে হবে।”
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস-ও SB 9-এর বিরোধিতা করেন এবং গভর্নরকে বলেন যেন প্যালিসেডস এলাকা এই আইনের বাইরে রাখা হয়।
নির্বাহী আদেশ জারির পর গভর্নর নিউসম বলেন, “আমরা চাই কমিউনিটিগুলো যেন নিরাপদে আবার গড়ে উঠতে পারে। স্থানীয়রা যেভাবে বলেছে, সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব আইন একরকমভাবে সব জায়গায় প্রযোজ্য হয় না, বিশেষ করে যখন পুরো এলাকা আগুনে পুড়ে যায়।”
এলএবাংলাটাইমস/ওএম