লস এঞ্জেলেস

নর্থ হলিউডে বাথটাবে প্রবাসী বাংলাদেশী তরুণের মর্মান্তিক মৃত্যু

নর্থ হলিউডে এক মর্মান্তিক ঘটনায় মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন আমেরিকান-বাংলাদেশী তরুণ রায়ান জাফর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নিজ বাসার বাথটাবে গোসল করার সময় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাজে যাবার আগে গোসল করতে গিয়ে দীর্ঘ সময় ধরে বাথরুমে সাড়া না পেলে, পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রায়ানের বাবা, নর্থ হলিউডে দীর্ঘদিন বসবাসরত প্রবাসী ব্যবসায়ী জেফরী জাফর, বাইরে থেকে বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বাধ্য হন জরুরি সেবাদানকারী নম্বর ৯১১-এ ফোন করতে। পুলিশ এবং প্যারামেডিকসের নির্দেশনায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে বাথরুমে প্রবেশ করে রায়ানকে বাথটাবে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর শরীরের কিছু অংশ পানির বাইরে থাকলেও, বাকি অংশ ছিল বাথটাবের ভেতরে। বাথটাবের পর্দা ছিঁড়ে পড়ে থাকায় প্রাথমিকভাবে ঘটনাটি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছেই প্যারামেডিকস টিম রায়ানকে বাঁচানোর জন্য CPR প্রয়োগ করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ পাঠানো হয়েছে নর্থ হলিউডের একটি হাসপাতালের ময়নাতদন্ত কেন্দ্রে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট পেতে ৪২ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রায়ান জাফর জন্মগ্রহণ করেছিলেন লস এঞ্জেলেসে। শৈশবে তিনি ছিলেন চঞ্চল স্বভাবের, কিন্তু বয়সের সাথে সাথে অনেক পরিপক্ব হয়ে ওঠেন। তিনি শখের বসে বন্ধুদের সঙ্গে ইংরেজি RAP গানে কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। একজন মেধাবী ছাত্র ও সৃজনশীল তরুণ হিসেবে রায়ান বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে লস এঞ্জেলেসের বাংলাদেশি প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি অনেক প্রবাসী বন্ধু-বান্ধব তার বাসায় ছুটে যান ও টেলিফোনে সমবেদনা জানান। বাংলাদেশি কমিউনিটির অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রায়ানের সঙ্গে তোলা স্মৃতিময় ছবি ও তাকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম