লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় দেহব্যবসা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩ জন

অনলাইনে পরিচালিত দেহব্যবসা ও যৌন সেবা গ্রহণকারীদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টি থেকে ১৩ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই যৌথ অভিযানটি ৩০ জুলাই মুরিয়েটা পুলিশ ডিপার্টমেন্ট এবং রিভারসাইড কাউন্টি অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং টাস্ক ফোর্স পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল যৌন দাসত্ব এবং মানব পাচারের শিকারদের উদ্ধার করা, পাচারকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা এবং অবৈধ যৌন সেবার প্রতি চাহিদা বন্ধ করা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন: ক্রিস্টোফার রাকেল (২০), টেমেকুলা বেনজামিন নারলক (২২), টেমেকুলা আলেক্সিস ব্রাভো-রেয়েস (২৩), লং বিচ এডুয়ার্ডো তামিলো (২৩), মুরিয়েটা হোসে আমব্রিজ-গোমেজ (২৭), অন্টারিও আলেক্সিস এসকামিলা (২৭), হেমেট জারভিস অ্যাশমোর (২৮), টেমেকুলা কেসি গনজালেজ (২৯), উইলডোমার অস্কার ইরাহেটা (৩০), মেনিফি স্টিফেন জনসন (৩৮), মুরিয়েটা জেসন উইলসন (৪৩), টেমেকুলা জেফ্রি হফম্যান (৫২), মেনিফি মার্ক রবিনসন (৫৯), উইঞ্চেস্টার মুরিয়েটা পুলিশ বিভাগ জানায়, “দেহব্যবসা কোনোভাবেই ‘ভিকটিমবিহীন’ অপরাধ নয়। মানব পাচার বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরাধ শিল্প। যৌন পাচারের শিকারদের ৯৫ শতাংশই নারী বা শিশু। এ ধরনের শিকাররা সাধারণত অতীতে দীর্ঘমেয়াদি মানসিক, শারীরিক কিংবা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে।” এই মামলা এখনো তদন্তাধীন থাকায় এর চেয়ে বেশি তথ্য প্রকাশ করা হয়নি। যারা এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য জানেন, তারা চাইলে সার্জেন্ট জে এলিয়ট বা কর্পোরাল জেসন জোনসের সঙ্গে ৯৫১-৩০৪-২৬৭৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।   এলএবাংলাটাইমস/ওএম