বুধবার ভোররাতে একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ার অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি রাত ১টা ২ মিনিটে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৫ এবং উৎপত্তিস্থল ছিল অন্টারিও শহর থেকে প্রায় ৪.৬ মাইল দক্ষিণ-পূর্বে, মাটির প্রায় ৪ মাইল গভীরে।
মাত্র ১২ মিনিট পর একই স্থানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল একই ৩.৫। এটি অন্টারিওর ৪.৪ মাইল দক্ষিণ-পূর্বে সংঘটিত হয় এবং গভীরতাও ছিল পূর্ববর্তীটির মতোই।
অন্টারিওতে একটি গুদামে কাজ করা স্যাম ওসমান বলেন, “দুইবারই কম্পন টের পেয়েছি। গুদামে থাকা ছোট জিনিসপত্র কাঁপছিল, তবে বড় কিছু ঘটেনি… আমি তো ক্যালিফোর্নিয়ান, এসবের সাথে অভ্যস্ত।”
এরপর রাত ২টায় লাইটল ক্রিক এলাকার উত্তরে আরেকটি ভূমিকম্প হয়, যেটি ছিল সবচেয়ে শক্তিশালী—মাত্রা ৩.৭ এবং গভীরতা ছিল ৬ মাইলের বেশি। ১১ মিনিট পর সেই এলাকায় ২.১ মাত্রার আরেকটি কম্পন হয় এবং সকাল ৫টা ২৫ মিনিটে আরেকটি ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এই ভূমিকম্পগুলোর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রিয়াল্টো এলাকায় ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এর আগের সপ্তাহেও রিয়াল্টো এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্পসহ আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।
তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় কী করবেন?
ক্যালিফোর্নিয়া স্বাস্থ্য বিভাগ (CDPH) ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:
ড্রপ (Drop): সঙ্গে সঙ্গে মাটিতে হাত ও হাঁটু গেঁড়ে বসুন, যাতে ভারসাম্য হারিয়ে পড়ে না যান এবং প্রয়োজনে নিরাপদ জায়গায় হামাগুড়ি দিতে পারেন।
কভার (Cover): একটি হাত দিয়ে মাথা ও গলা ঢাকুন। কোনো মজবুত টেবিল বা ডেস্ক থাকলে তার নিচে আশ্রয় নিন। না থাকলে জানালাবিহীন অভ্যন্তরীণ দেয়ালের পাশে নিচু হয়ে বসুন।
হোল্ড অন (Hold On): কম্পন থামা পর্যন্ত আশ্রয় ধরে রাখুন। যদি টেবিল বা আশ্রয়স্থান নড়ে যায়, তাহলে সাথে সাথে সরুন।
প্রাকৃতিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চল
USGS জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প হয়, তবে বেশিরভাগই অত্যন্ত হালকা মাত্রার। প্রতিবছর শত শত কম্পনের মাত্রা ৩.০-এর বেশি হলেও মাত্র ১৫ থেকে ২০টি কম্পন ৪.০ বা তার চেয়ে বেশি শক্তিশালী হয়। পুরো উত্তর আমেরিকায় শুধু আলাস্কা-তেই ক্যালিফোর্নিয়ার চেয়ে বেশি ভূমিকম্প হয়।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম