লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের হাইস্কুল শিক্ষার্থী অভিবাসন কর্মকর্তাদের হেফাজতে

লস এঞ্জেলেসের এক হাইস্কুল শিক্ষার্থীকে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আটক করেছেন বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা কেটিএলএ-কে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং পরিবারের সহায়তায় খোলা ফান্ডরেইজারের তথ্য অনুযায়ী, বেঞ্জামিন মার্সেলো গুয়েরেরো-ক্রুজ (১৮) ৮ আগস্ট তার কুকুরকে হাঁটাতে বের হন। সেদিন ছিল তার জন্মদিনের কয়েক দিনের মধ্যে এবং রেসিডা হাইস্কুলে সিনিয়র বর্ষ শুরু করার ঠিক আগে। এ সময় মুখোশ পরা অভিবাসন কর্মকর্তারা তাকে আটক করে নিয়ে যায়। পোস্টে বলা হয়, বেঞ্জামিনের মা, পাঁচ মাস বয়সী যমজ ভাই এবং আরও এক ছয় বছরের ভাই তার ফেরার অপেক্ষায় ছিলেন, কিন্তু সে আর ফেরেনি। আটক হওয়ার পর পরিবার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পায়নি। ৯ আগস্ট তার পরিবারের আইনি খরচ ও অন্যান্য ব্যয় মেটাতে একটি গোফান্ডমি পেজ খোলা হয়। পরদিনের এক আপডেটে জানানো হয়, বেঞ্জামিন প্রায় ৫০ জনের সঙ্গে একটি গাদাগাদি ভরা সেলে আটক আছেন, যেখানে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি, উষ্ণতা বা খাবারের ব্যবস্থা নেই। “তার কাছে শুধু পানি আছে, সেলে দুটি টয়লেট সবার জন্য ভাগ করে ব্যবহার করতে হচ্ছে। সে ঠান্ডায় কাঁপছে, ভয় পাচ্ছে এবং সেখানে থাকা সবচেয়ে কম বয়সীদের একজন,” আপডেটে বলা হয়। বুধবার সকালে হোমল্যান্ড সিকিউরিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা কেটিএলএ-কে দেওয়া বিবৃতিতে জানান, বেঞ্জামিন বর্তমানে তাদের হেফাজতে আছেন এবং “নিষ্কাশনের অপেক্ষায়” রয়েছেন। বিবৃতিতে বলা হয়, “বেঞ্জামিন গুয়েরেরো-ক্রুজ চিলির নাগরিক এবং অবৈধ অভিবাসী। তিনি ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময়ের দুই বছরের বেশি অতিবাহিত করেছেন। তাকে ১৫ মার্চ ২০২৩-এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছিল।” বিবৃতিতে আরও জানানো হয়, “যুক্তরাষ্ট্র বর্তমানে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য ১,০০০ ডলার ও বিনামূল্যের ফ্লাইট অফার করছে। আমরা সবাইকে বৈধভাবে ফিরে এসে আমেরিকান স্বপ্ন পূরণের সুযোগ নিতে উৎসাহিত করছি। অন্যথায় আপনাকে গ্রেফতার করে নির্বাসিত করা হবে এবং আর ফিরে আসার সুযোগ থাকবে না।” এলএবাংলাটাইমস/ওএম