লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে ১ লাখ ডলারের চুরি করা মালামালসহ নারী গ্রেপ্তার

অরেঞ্জ কাউন্টিতে এক নারীর বাড়ি থেকে ১ লাখ ডলারেরও বেশি মূল্যের চুরি করা পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর নাম একাতেরিনা জারকোভা (৪০), লেক ফরেস্টের বাসিন্দা, বলে জানিয়েছে আর্ভিন পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জারকোভার বিরুদ্ধে খুচরা দোকান থেকে চুরির অভিযোগে তদন্ত চলছিল। এ কাজে আর্ভিন পুলিশ, অরেঞ্জ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের রিটেইল থেফট ইউনিট এবং বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো একসঙ্গে কাজ করছিল। ১৩ আগস্ট তার বাড়ির বাইরে থেকে জারকোভাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বাসায় তল্লাশি চালিয়ে কর্মকর্তারা বিপুল পরিমাণ চুরি করা মালামাল উদ্ধার করেন। এসব পণ্যের মধ্যে ছিল পোশাক, হ্যান্ডব্যাগ, জুতা, গৃহস্থালী সামগ্রী, সৌন্দর্য সামগ্রীসহ আরও অনেক কিছু। অধিকাংশ জিনিসপত্র চুরি করা হয়েছিল নর্ডস্ট্রম, নর্ডস্ট্রম র‍্যাক, টিজে ম্যাক্স এবং মার্শালস থেকে। পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের পরিমাণ এত বেশি ছিল যে, একটি দোকানকে তাদের মালামাল ফেরত নিতে ইউ-হল ট্রাক ভাড়া করতে হয়। জারকোভার বিরুদ্ধে গ্র্যান্ড থেফট (বড় চুরির অভিযোগ) আনা হয়েছে এবং তার জামিনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামাল যথাযথ দোকানে ফেরত পাঠানো হয়েছে। চুরির এ মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম