অভিবাসনবিষয়ক অভিযানে সান বার্নার্ডিনোতে এক ফেডারেল এজেন্ট গুলি চালিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS)।
শনিবার সকালে এই অভিযান চালানো হয়। ভুক্তভোগী মার্টিন জানান, তিনি শ্বশুর ও ১৮ বছরের জামাতাকে নিয়ে কাজে বের হয়েছিলেন। হঠাৎ করে মুখোশ পরা কয়েকজন লোক ও অনচিহ্নিত গাড়ি তাদের ঘিরে ফেলে। তারা জানালা নামাতে ও দরজা খুলতে বললেও নিজেদের পরিচয় দেয়নি।
পরিবারটি ভেতরে থাকলে এজেন্টরা জানালা ভেঙে ফেলে। এ সময় ভয় পেয়ে চালক গাড়ি সরালে তিনটি গুলির শব্দ শোনা যায়। গুলি গাড়ির দরজায় লাগে, তবে সামনের আসনে থাকা যুবক অল্পের জন্য রক্ষা পান।
পরে পরিবারটি পুলিশকে খবর দিলে ফেডারেল সংস্থাগুলো তাদের বাড়ি ঘিরে ধরে। পরিবারের দাবি, যে কর্মকর্তা গুলি চালিয়েছেন, তিনি পরে অস্বীকার করেন। কিন্তু গাড়িতে স্পষ্ট গুলির চিহ্ন রয়েছে।
DHS জানিয়েছে, অভিযানের সময় চালক গাড়ি থেকে নামতে অস্বীকার করেন এবং কর্মকর্তাদের ওপর গাড়ি চালান। এতে দুজন কর্মকর্তা আহত হন এবং আত্মরক্ষার্থে একজন এজেন্ট গুলি চালান। তবে ঘটনাস্থলের ভিডিওতে গাড়ি দিয়ে আক্রমণের প্রমাণ মেলেনি।
সান বার্নার্ডিনো পুলিশ জানায়, তারা প্রথমে ঘটনাস্থলে গেলেও ক্যালিফোর্নিয়ার আইনে অভিবাসন অভিযান সরাসরি সহায়তা করতে পারেনি। তবে পরে ভিড় জমে গেলে নিরাপত্তার স্বার্থে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করে।
অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনায় জবাবদিহিতা বাড়ানো জরুরি। তাদের মতে, এভাবে অভিযান চালানো মানুষকে আতঙ্কিত করছে।
এলএবাংলাটাইমস/ওএম