লস এঞ্জেলেস

আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি

শনিবার একাধিক অভিবাসনবিরোধী অভিযানে আনাহাইমে কয়েকজনকে আটক করেছে ফেডারেল কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি এলাকায় অভিবাসন অভিযান বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে এজেন্টরা ধাওয়া করে মাটিতে ফেলে আটক করছে। অভিযানগুলোর একটি চালানো হয় ইউক্লিড স্ট্রিট ও লা পালমা অ্যাভিনিউ সংলগ্ন ইউক্লিড কার ওয়াশে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। শহর কর্তৃপক্ষ বলছে, জুলাই থেকে এটি তৃতীয়বারের মতো ওই কার ওয়াশে ফেডারেল এজেন্টদের উপস্থিতি। আরেকটি অভিযান হয় ব্রুকহার্স্ট স্ট্রিটের হোম ডিপোতে। সেখান থেকে অন্তত পাঁচজন শ্রমিককে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্ত টহল বাহিনীর মতো ইউনিফর্ম পরা অন্তত পাঁচজন এজেন্ট সেখানে অভিযান চালান। শহরের তথ্যমতে, জুন থেকে ওই হোম ডিপো প্রায় অর্ধডজন অভিযানের মুখোমুখি হয়েছে। শহরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “যারা অভিবাসন অভিযানে উদ্বিগ্ন, তাদের জন্য এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।” আনাহাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক অস্থায়ী নিষেধাজ্ঞার পর থেকে এলাকায় অভিযানের মাত্রা বেড়েছে। শহর পরিষদ সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে দায়ের করা ফেডারেল মামলায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “আনাহাইম শহর কোনো ধরনের ফেডারেল অভিবাসন অভিযানে জড়িত নয় এবং এসব অভিযানের আগাম কোনো তথ্যও পায় না। শহর হিসেবে আমরা এসব অভিযানের ধরণকে সমর্থন করি না এবং এ নিয়ে মামলা লড়ছি।” শনিবার অভিযানের বিরুদ্ধে শহরে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ইজি রামিরেজ বলেন, “নিজ নিজ এলাকায় সজাগ থাকুন, বিশেষ করে হোম ডিপোর মতো জায়গায় নজর রাখুন। কারণ ট্রাম্পের প্রশাসন শ্রমজীবী মানুষকে দমন করতে চাইছে।” শহর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় এসব অভিযানের আপডেট প্রকাশ করছে। এদিকে শনিবার সকালেই সান বার্নার্ডিনোতে এক অভিবাসন অভিযানে ফেডারেল এক এজেন্ট গুলি চালিয়েছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এক ভুক্তভোগী জানান, তিনি শ্বশুর ও ১৮ বছরের জামাতাকে নিয়ে কাজ করছিলেন, তখন হঠাৎ মুখোশধারী ও অনচিহ্নিত গাড়ি তাদের ঘিরে ধরে। এলএবাংলাটাইমস/ওএম