লস এঞ্জেলেস

সংবাদ সম্মেলনে ফেডারেল এজেন্ট মোতায়েন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিউসমের

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করছেন। গত সপ্তাহে লস এঞ্জেলেসের লিটল টোকিও এলাকায় তার এক সংবাদ সম্মেলনের সময় প্রায় ১০০ জন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্ট হঠাৎ সেখানে উপস্থিত হন। একই সময়ে নিউসম কংগ্রেসনাল এলাকার সীমারেখা পুনর্নির্ধারণ (রিডিস্ট্রিক্টিং) নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অবশ্য জানিয়েছে, এটি ছিল নিয়মিত টহল কার্যক্রম। তবে এলএ মেয়র ক্যারেন ব্যাস একে “রাজনৈতিক স্টান্ট” বলে মন্তব্য করেছেন। ঘটনার পর নিউসম ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট (এফওআইএ) এর আওতায় ট্রাম্প প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করেছেন। এদিকে ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা গ্রীষ্মকালীন বিরতি শেষে সোমবার অধিবেশনে বসে নতুন কংগ্রেসনাল মানচিত্র প্রণয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। শুক্রবার প্রস্তাবিত ভোটার ম্যাপের খসড়া প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের অর্ধেকের বেশি রিপাবলিকান আসনকে লক্ষ্য করা হয়েছে। ডেমোক্র্যাটরা চাইছেন নতুন মানচিত্রটি নভেম্বরে ব্যালটে তোলা হোক, যাতে ভোটাররা সিদ্ধান্ত নিতে পারেন। এটি টেক্সাসে রিপাবলিকান নেতাদের পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়া, যেখানে তারা অতিরিক্ত পাঁচটি রিপাবলিকান আসন যোগ করার চেষ্টা করছে। এলএবাংলাটাইমস/ওএম