লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় গুলিতে তিনজনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারের এক নিরিবিলি মরুভূমি সড়কে রোববার বিকেলে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, ২১৫তম স্ট্রিট ইস্ট ও ইস্ট পামডেল বুলেভার্ডের কাছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। বিকেল প্রায় ৪টা ৪৮ মিনিটে গুলির খবর পেয়ে শেরিফের টহল টিম সেখানে যায়। তারা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চল্লিশোর্ধ্ব এক নারীকে পান। ঘটনাস্থলেই লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার টিম তাকে মৃত ঘোষণা করে। এর কিছু দূরে একটি ট্রেইলার টানা এসইউভি থেকে আরও দুইজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। তারাও গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো নিহতদের নাম প্রকাশ করা হয়নি। কোনো সন্দেহভাজনের তথ্যও দেওয়া হয়নি। লেফটেন্যান্ট স্টিভেন ডি জং-এর নেতৃত্বে শেরিফ দপ্তরের হত্যাকাণ্ড তদন্ত টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। যাদের কাছে এ ঘটনার তথ্য আছে, তাদেরকে শেরিফ দপ্তরের (৩২৩) ৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। চাইলে নাম প্রকাশ না করেই লস এঞ্জেলেস ক্রাইম স্টপার্সের (৮০০) ২২২-৮৪৭৭ নম্বরে বা অনলাইনে তথ্য দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম