লস এঞ্জেলেস

রোলিং হিলসে বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার, ধারণা করা হচ্ছে হত্যা-আত্মহত্যা

ক্যালিফোর্নিয়ার রোলিং হিলসে এক বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের কিছু আগে ক্রেস্ট রোড ইস্টের ১০০ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট (LASD) জানায়, এক নারী পুলিশকে ফোন করে জানান যে তিনি তার বোন ও বাবাকে মৃত অবস্থায় পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আরও এক নারীর লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িত একটি হত্যা-আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে এতে আশপাশের কমিউনিটির কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ভিকটিমদের পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার-কোরনারের অফিস নির্ধারণ করবে। এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য বা ঘটনার বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে LASD-এর হোমিসাইড ব্যুরোতে (৩২৩-৮৯০-৫৫০০) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া লস অ্যাঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপার্সের ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে বা অনলাইনে (lacrimestoppers.org) গিয়ে গোপন তথ্য দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম