লস এঞ্জেলেস

সান বার্নারডিনোতে গুলিতে একজন নিহত, আরেকজন হাসপাতালে

ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনোতে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সান বার্নারডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, ১৬ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ইস্ট থার্ড স্ট্রিটের ৫০০ ব্লকের কাছে একটি ওয়াশ এলাকায় গুলির খবর পায় তারা। ঘটনাস্থলে গিয়ে দুইজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দুজনকেই হাসপাতালে নেওয়া হলে রিচার্ড অ্যান্থনি স্মিথ (৩০), স্থানীয় বাসিন্দা, চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর ভুক্তভোগী, যার বয়স ৩১ বছর বলে জানা গেছে কিন্তু পরিচয় প্রকাশ করা হয়নি, চিকিৎসা নিয়ে বেঁচে গেছেন। তদন্তকারীরা জানান, ভুক্তভোগীরা অভিযুক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর সময় গুলিবিদ্ধ হন। অভিযুক্তরা পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় এবং এখনো পলাতক রয়েছে। এখনো কোনো সন্দেহভাজনের বর্ণনা প্রকাশ করা হয়নি। হত্যাকাণ্ডটি নিয়ে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে সান বার্নারডিনো শেরিফ ডিপার্টমেন্টের হোমিসাইড ডিটেইলে (৯০৯-৮৯০-৪৯০৪) যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া গোপন তথ্য দিতে চাইলে উই-টিপ হটলাইন (১-৮০০-৭৮২-৭৪৬৩) বা অনলাইনে wetip.com-এ জানানো যাবে।

এলএবাংলাটাইমস/ওএম