দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ ও রেড ফ্ল্যাগ সতর্কতার মধ্যেই বজ্রপাতের কারণে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় বজ্রপাতের ফলে ছোট ছোট আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী।
অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টে সকালে একাধিক স্থানে আগুনের খবর পাওয়া যায়। মাউন্ট বল্ডি থেকে শুরু করে অ্যান্টেলোপ ভ্যালি পর্যন্ত বিভিন্ন এলাকায় দমকল কর্মীরা অভিযান চালান। মার্কিন ফরেস্ট সার্ভিস জানায়, সকাল ৯টার কিছু পর মাউন্ট বল্ডি রোডে ম্যানকার ফ্ল্যাট ক্যাম্পগ্রাউন্ডের কাছে বজ্রপাতের কারণে একটি গাছে আগুন ধরে যায়।
এর অল্প সময় পর, লিটলারকের দক্ষিণ-পশ্চিমে মাউন্ট এমা রোড ও ৪৭তম স্ট্রিট ইস্টের কাছে বজ্রপাতের কারণে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সঙ্গে রাইটউডের পশ্চিমে টেবিল মাউন্টেনের কাছে বজ্রপাত থেকে সৃষ্ট আরেকটি আগুন, যা “টেবিল ফায়ার” নামে পরিচিত, দ্রুত ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের পাশাপাশি লস অ্যাঞ্জেলেস ও সান বার্নারডিনো কাউন্টির দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
অরেঞ্জ কাউন্টির ডাভ ক্যানিয়নের কাছে বজ্রপাতের কারণে ‘ক্লাব ফায়ার’ শুরু হয়। দমকল বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে আগুনকে চার একরের কিছু বেশি এলাকায় সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়। অন্যদিকে রিভারসাইড কাউন্টির ভেইল লেকের পূর্বে একটি প্রত্যন্ত ক্যানিয়নে ‘ভেইল ফায়ার’ নামে আরেকটি আগুন দেখা দেয়। এ আগুনে ইতোমধ্যে প্রায় ৫৫ একর এলাকা পুড়ে গেছে এবং দমকল বাহিনী জানায়, এর মাত্র ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো স্থাপনার বড় ধরনের ক্ষতির ঘটনাও নিশ্চিত হয়নি। কর্তৃপক্ষ জানায়, বজ্রপাত ও বজ্রঝড়ের এ ধাক্কা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চলমান ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে দেখা দিয়েছে, যখন পুরো অঞ্চলজুড়ে রেড ফ্ল্যাগ সতর্কতা ও অতিরিক্ত গরমের সতর্কতা কার্যকর রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম