লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে 405 ফ্রিওয়ে আবার চালু হচ্ছে সোমবার ভোরে

লস এঞ্জেলেসের ওয়েস্ট এলাকায় 405 ফ্রিওয়ের সেপুলভেদা পাস অংশে সপ্তাহান্তের কাজ শেষে সোমবার ভোর ৫টা থেকে সব লেন আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ক্যালট্রান্স। শুক্রবার রাত ১০টা থেকে ফ্রিওয়ের অংশটি বন্ধ ছিল। এটি মূলত দুই সপ্তাহ আগে করার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে এ সপ্তাহান্তে কাজটি করা হয়। এই কাজ ভ্যান নাইস থেকে ওয়েস্টউড পর্যন্ত ১৪৩.৭ মিলিয়ন ডলারের “আই-৪০৫ পেভমেন্ট রিহ্যাবিলিটেশন প্রজেক্ট”-এর অংশ। তবে সময় পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানায়নি ক্যালট্রান্স। কাজ চলাকালে দুই দিকের তিনটি লেন এবং কয়েকটি অন-র‌্যাম্প বন্ধ থাকায় ওয়েস্টউড ও ওয়েস্ট লস এঞ্জেলেস এলাকায় যানজট তৈরি হয়। ক্যালট্রান্স জানিয়েছে, আগামী কয়েক মাসে প্রায় ২৫টি সপ্তাহান্তে আই-৪০৫ ফ্রিওয়ের বিভিন্ন অংশে এ ধরনের দীর্ঘ সপ্তাহান্তের লেন বন্ধ রাখা হবে।

এলএবাংলাটাইমস/ওএম