সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে এক নারীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন তার বিচ্ছিন্ন স্বামী। স্থানীয় পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।
উপল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের (UPD) দেওয়া তথ্যানুযায়ী, ঘটনাটি ঘটে ২২ আগস্ট রাতে। রাত প্রায় ৮টার দিকে পুলিশ একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীকে পাশে শুয়ে থাকতে দেখে, দুজনের শরীরেই গুলির আঘাত ছিল।
পুরুষটি ঘটনাস্থলেই মারা যান। নারীকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ট্রমা সেন্টারে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি পরদিন মারা যান।
তদন্তে জানা যায়, দম্পতি আলাদা থাকার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। ওই নারী তার ব্যক্তিগত কিছু জিনিস সংগ্রহ করতে উপল্যান্ডের বাড়িতে গেলে স্বামী তাকে গুলি করেন এবং পরে নিজেও আত্মহত্যা করেন।
এ ঘটনায় নিহত নারী ও পুরুষের পরিচয় প্রকাশ করা হয়নি। ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটিও জানায়নি পুলিশ।
পুলিশ বিবৃতিতে বলেছে, “আপনি বা আপনার পরিচিত কেউ যদি অস্থিতিশীল সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে অবিলম্বে সরে আসুন। গার্হস্থ্য সহিংসতার শিকার হলে দেরি না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”
গার্হস্থ্য সহিংসতার শিকারদের জন্য ২৪ ঘণ্টা সহায়তা পাওয়া যাবে ন্যাশনাল ডোমেস্টিক হটলাইনে 800-799-7233 নম্বরে কল করে, ‘Start’ লিখে 88788 নম্বরে টেক্সট করে বা সংস্থার ওয়েবসাইটে লাইভ চ্যাটের মাধ্যমে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম