ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক এনরিক মঙ্গুইয়া আদালতে একাধিকবার গুলি চালানোর হুমকি দেওয়ার ঘটনায় প্রকাশ্যে সতর্কবার্তা পেয়েছেন। বিচারকদের অনিয়ম-অপকর্ম তদারকির দায়িত্বপ্রাপ্ত রাজ্যের কমিশন অন জুডিশিয়াল পারফরম্যান্স (CJP) তাকে এই সতর্কবার্তা দিয়েছে।
কমিশনের ২৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক মঙ্গুইয়া শুধু আইনজীবী ও অবসরপ্রাপ্ত এক বিচারকের দিকেই নয়, আদালতে উপস্থিত ভুক্তভোগী, জুরি সদস্য, আসামি ও আইনজীবীদের উদ্দেশেও এমন মন্তব্য করেছেন, যা ছিল অশোভন, পক্ষপাতমূলক ও ভীতিপ্রদ।
২০২৩ সালের সেপ্টেম্বরে এক ঘটনায়, বিচারক মঙ্গুইয়া তার আদালতে উপস্থিত দুই আইনজীবীকে বলেন, তারা যদি কেস নিয়ে জোরে কথা বলা বন্ধ না করেন, তবে তিনি নিজেই তাদের গুলি করবেন। এক মাস পর অবসরপ্রাপ্ত বিচারক স্টিফেন মারকাস আদালতের ভেতরে ঢুকলে মঙ্গুইয়া মন্তব্য করেন—সৌভাগ্য যে সেখানে আদালতের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন না, না হলে তিনি গুলি চালাতে বলতেন।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদালতে মানুষকে গুলি করার হুমকি বিচারকের ক্ষমতার অপব্যবহার এবং এতে আদালতের পরিবেশ ভীতি ও আতঙ্কের মধ্যে পড়ে। এমনকি মন্তব্যগুলো যদি রসিকতা হিসেবেও করা হয়ে থাকে, তবুও এগুলো ছিল অনুপযুক্ত ও অশোভন।
এছাড়া, বিচারক মঙ্গুইয়া এক প্রসিকিউটরকে বলেন—এক গর্ভবতী নারী আসামির ‘মেথ বেবি’ হবে, যার খরচ তাকে করের টাকা দিয়ে চালাতে হবে। আরেক আসামিকে তিনি কটাক্ষ করে বলেন—যিনি অর্থের অভাবে জরিমানা দিতে পারছেন না, তাকে দেখে তো মনে হয় না ক্ষুধার কষ্টে আছেন। আবার জুরি বাছাইয়ের সময় এক সম্ভাব্য জুরিকে তিনি ‘হট মেস’ বলে অপমান করেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেন, শাস্তিমূলক বিষয়ে আদালত সাধারণত প্রকাশ্যে মন্তব্য করে না। তবে আদালতের নেতৃত্ব সবসময় মনে করে, বিচারকদের উচিত সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করা।
কমিশন জানিয়েছে, বিচারক মঙ্গুইয়া তার আচরণকে অনুপযুক্ত বলে স্বীকার করেছেন। তবে তিনি সতর্কবার্তার বিরুদ্ধে আপত্তি জানাননি।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম