লস এঞ্জেলেস

চিনো হিলস কার ওয়াশে অভিযানে পাঁচ কর্মী আটক

চিনো হিলসের পাইপলাইন অ্যাভিনিউতে অবস্থিত একটি কার ওয়াশে গতকাল (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অভিযান চালিয়েছে বর্ডার প্যাট্রোল। অন্তত দশটি গাড়িতে করে এজেন্টরা এসে পাঁচজন কর্মীকে আটক করে। কার ওয়াশের ম্যানেজার হোসে আলভারেজ জানান, আটককৃতদের মধ্যে তিনজনকে সান্তা আনা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তবে বাকি দুই কর্মীর পরিবার এখনো তাদের কোনো খোঁজ পায়নি। তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে একজন স্থায়ী বাসিন্দা এবং কারও বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। অভিযানের পর থেকে কার ওয়াশটি বন্ধ রয়েছে এবং কয়েক দিন এভাবে বন্ধ থাকবে বলে ম্যানেজার আলভারেজ জানান। তার ভাষায়, “কার ওয়াশে কাজ করার মতো মানুষ পাওয়া খুবই কঠিন। এখানে কর্মীদের দিনে ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, বিশেষ করে যখন গরমে তাপমাত্রা ১০০ ডিগ্রিতে পৌঁছে যায়।” চিনো হিলস পুলিশ স্টেশনের ক্যাপ্টেন আল গিরার্ড জানিয়েছেন, তিনি এ অভিযানের বিষয়ে কিছুই জানেন না। এমনকি সিটি অফ চিনো হিলস কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত নয়। এদিকে স্থানীয় সংবাদমাধ্যম দ্য চ্যাম্পিয়ন জানিয়েছে, তারা ঘটনাটি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে যা পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে। ইতিমধ্যে ক্যাশিয়ারের অনুমতিতে অভিযানের একটি ভিডিও তাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।   এলএবাংলাটাইমস/ওএম