লস এঞ্জেলেস

ইনল্যান্ড এম্পায়ারে আবারও অস্ত্রধারীর খবর, তৃতীয় স্কুলে লকডাউন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইনল্যান্ড এম্পায়ার এলাকায় একের পর এক স্কুলে অস্ত্রধারীর খবর পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো স্কুল লকডাউন করা হলো। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ব্লুমিংটনে অবস্থিত জো বাক্কা মিডল স্কুলে অস্ত্রধারীর উপস্থিতির খবর পাওয়া যায়। এ সময় পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে তদন্ত শুরু করে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো স্কুলের বাইরে অবস্থান নেয়। এর আগে সোমবার রিয়ালটো হাই স্কুলে এবং মঙ্গলবার কার্টার হাই স্কুলে একই ধরনের খবর পাওয়া গিয়েছিল। তবে দু’টি ঘটনাই পরে ভুয়া অ্যালার্ম বলে প্রমাণিত হয়। বৃহস্পতিবারের ঘটনাতেও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুল কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা করে। তবে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে লকডাউন তুলে নেওয়া হয়। এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়নি যে তল্লাশিতে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কি না। এক সপ্তাহে টানা তিনটি স্কুলে এ ধরনের ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম