লস এঞ্জেলেস

১৭ জুলাই লস এ‌ঞ্জে‌লে‌সে বাংলা‌দেশ অ্যাকা‌ডেমি'র সাংস্কৃ‌তিক সন্ধ্যা

প্রবা‌সে জন্ম নি‌য়েও অবহমান বাংলার ঐ‌তিহ্য‌-সংস্কৃ‌তি‌কে বু‌কে ধারণকারী এক‌বিংশ শতাব্দীর প্রত্যয়দ্বীপ্ত আ‌মে‌রিকান বাংলা‌দে‌শি নতুন প্রজন্ম‌কে নি‌য়ে গ‌ঠিত বাংলা‌দেশ অ্যাকা‌ডেমি'র উ‌দ্যো‌গে আগামী ১৭ জুলাই র‌বিবার লস এ‌ঞ্জে‌লে‌সের অনুপমা রীয়া মিলনায়তনে (4201 3rd street, Los angeles, CA 90020) এক সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। সন্ধ্যা ৮টা থে‌কে রাত ১১টা পর্যন্ত চল‌বে এই  অনুষ্ঠান।

অনুষ্ঠা‌নে সংগীত প‌রি‌বেশন কর‌বেন তাবাসসুম, রাশা, হৃদি, মুন ও রাকীবসহ স্থানীয় শিল্পীরা। তবলায় থাক‌বেন রাশীদ বিন নূর।

অনুষ্ঠা‌নের প্র‌বেশমূল্য রাখা হ‌য়ে‌ছে সাধরণ ক্যাটগ‌রি‌তে ১০ ডলার ও শিল্পী/সাংবা‌দিক‌দের জন্য  ৫ ডলার।

আ‌য়োজক‌দের পক্ষ থে‌কে স্ন্যাকস সরবরাহ এবং ৩ ডলা‌রে কার পা‌র্কিং‌য়ের ব্যবস্থা থাক‌বে।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি