লস এঞ্জেলেস

ডাকাতি করতে গিয়ে নিজেই বিপদে, রেসলারের হাতে মার খেয়ে গ্রেপ্তার

লস এঞ্জেলেসের ওয়েস্ট হলিউডে এক ব্যর্থ সশস্ত্র ডাকাতির ঘটনায় এক ডাকাত নিজেই বরণ করলেন বিপদ। কারণ তিনি যাকে টার্গেট করেছিলেন, তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত রেসলার। ঘটনাটি ঘটে স্থানীয় সময় দুপুর ১টার আগে, নর্থ সুইটজার অ্যাভিনিউয়ের ৯০০ ব্লকে, বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ (LASD)। ভুক্তভোগী, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, জানান—তিনি ও তার প্রেমিকা রাস্তায় হাঁটছিলেন, তখন একটি গাঢ় রঙের সেডান গাড়ি দ্রুতগামী হয়ে এসে হঠাৎ থেমে যায়। গাড়ি থেকে মুখোশ পরা এক ব্যক্তি নেমে তাদের দিকে বন্দুক তাক করে তার রোলেক্স ঘড়ি দাবি করে। কিন্তু রেসলার কিছুতেই ভীত হননি। প্রত্যক্ষদর্শী প্যাট্রিক ম্যাকক্লস্কি, যিনি পাশের একটি বাসায় কাজ করছিলেন, বলেন, “আমি হঠাৎ এক মহিলার চিৎকার শুনলাম—‘বন্দুকটা ধরো, বন্দুকটা ধরো!’ তখনই বাইরে ছুটে যাই।” তিনি আরও বলেন, “ডাকাত বুঝতেই পারেনি সে একজন অবসরপ্রাপ্ত রেসলারকে আক্রমণ করছে। মুহূর্তের মধ্যেই রেসলার তার কব্জি ধরে তাকে মাটিতে ফেলে দেন এবং বন্দুকটি কেড়ে নেন।” ভিডিও ফুটেজে দেখা যায়, রেসলার বন্দুকধারীকে কাবু করার পর তার প্রেমিকা বন্দুকটি কাছের একটি বেড়ার ওপারে ছুড়ে ফেলেন, যাতে তা পুনরায় ব্যবহার করা না যায়। এরপর তিনি সন্দেহভাজনকে মাটিতে চেপে ধরে রাখেন, যতক্ষণ না পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের সময় গাড়ি থেকে আরও এক ব্যক্তি নামলেও পরিস্থিতি দেখে সে দ্রুত গাড়িতে ফিরে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। ম্যাকক্লস্কি বলেন, “আমাকে বলা হয়েছিল বন্দুকটি ভর্তি ছিল। যে ব্যক্তি ডাকাতকে কাবু করেছেন, তিনি নিজেই দেখেছেন চেম্বারে গুলি ছিল।” তিনি আরও বলেন, “রেসলার একটুও দয়া দেখাননি। ডাকাতের হাত পর্যন্ত স্থানচ্যুত হয়ে যায়, কিন্তু তবুও তিনি তাকে শক্ত করে চেপে ধরে রাখেন।” ঘটনাস্থল থেকে KTLA-র পাওয়া ভিডিওতে দেখা যায়, শেরিফের ডেপুটিরা পরে এসে ডাকাতকে গ্রেপ্তার করে এবং অভিযানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। যেসব প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখেছেন বা অতিরিক্ত তথ্য জানেন, তাদের ওয়েস্ট হলিউড শেরিফ স্টেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।    এলএবাংলাটাইমস/ওএম