লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় বিদেশি ট্রাকচালকদের লাইসেন্স ইস্যু: ১৬০ মিলিয়ন ডলার অর্থ প্রত্যাহারের হুমকি পরিবহন সচিবের

মার্কিন পরিবহন সচিব শন ডাফি (Sean Duffy) ক্যালিফোর্নিয়া রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যটি বিদেশি নাগরিকদের অবৈধভাবে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (Commercial Driver’s License – CDL) প্রদান করছে। এর ফলস্বরূপ, তিনি ক্যালিফোর্নিয়া থেকে ১৬০ মিলিয়ন ডলার ফেডারেল তহবিল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রবিবার ফক্স নিউজের “Sunday Morning Futures” অনুষ্ঠানে ডাফি বলেন, “ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ফেডারেল পরিবহন দপ্তরের নির্দেশনা মানতে অস্বীকার করেছেন। তাই, প্রথম ধাপে আমি ১৬০ মিলিয়ন ডলার তহবিল প্রত্যাহার করছি এবং প্রয়োজনে রাজ্যের বাণিজ্যিক লাইসেন্স ইস্যুর ক্ষমতাও স্থগিত করা হবে।” ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (DMV)-এর মুখপাত্র ইভা স্পিগেল (Eva Spiegel) এ বিষয়ে বলেন, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কোনো বৈধ ভিত্তি নেই। ফেডারেল সরকার আগে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের CDL দেওয়ার অনুমতি দিয়েছিল, তবে ২৬ সেপ্টেম্বর জরুরি নতুন বিধি কার্যকর হয়, যা ২৯ সেপ্টেম্বর থেকে রাজ্যগুলো মান্য করছে। ক্যালিফোর্নিয়া বর্তমানে সেই নিয়ম অনুযায়ী কাজ করছে।” গত মাসে পরিবহন বিভাগ বিদেশি নাগরিকদের CDL ইস্যু সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করে। তিনটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় অভিবাসী ট্রাকচালকদের সম্পৃক্ততা পাওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, মাত্র তিন শ্রেণির ভিসাধারী CDL-এর জন্য যোগ্য হবেন, এবং আবেদনকারীর অভিবাসন স্থিতি ফেডারেল ডাটাবেসের মাধ্যমে যাচাই করতে হবে। লাইসেন্সের মেয়াদ সর্বোচ্চ এক বছর থাকবে, অথবা আবেদনকারীর ভিসার মেয়াদ যতদিন বৈধ ততদিন পর্যন্ত। ডাফি আরও জানান, তদন্তে দেখা গেছে ক্যালিফোর্নিয়া প্রায় ৬০,০০০ বিদেশি নাগরিককে অবৈধভাবে CDL দিয়েছে, যাদের মধ্যে অনেকেই ফুয়েল ট্যাঙ্কার ও স্কুল বাস চালাচ্ছেন। তিনি বলেন, “আমরা এমন দুর্ঘটনাগুলো দেখেছি যা এই লাইসেন্সধারীদের কারণে ঘটেছে, যারা আদৌ যোগ্য ছিলেন না।” তদন্তে দেখা যায়, ফ্লোরিডায় এক অননুমোদিত অভিবাসী ট্রাকচালক ইউ-টার্ন নেওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটান, যেখানে তিনজন নিহত হন। এ ঘটনার পর দেশজুড়ে CDL অডিট শুরু হয়। এতে ক্যালিফোর্নিয়া ছাড়াও কলোরাডো, পেনসিলভানিয়া, সাউথ ডাকোটা, টেক্সাস ও ওয়াশিংটনে অনিয়ম ধরা পড়ে। ডাফি আরও অভিযোগ করেন, ক্যালিফোর্নিয়া ইংরেজি ভাষা দক্ষতার নিয়মও কার্যকর করছে না, এজন্য আগেই রাজ্যটির ৪০ মিলিয়ন ডলার তহবিল আটকে দেওয়া হয়েছে। যদিও ক্যালিফোর্নিয়া প্রশাসন দাবি করেছে, তারা ফেডারেল নিয়ম মেনে চলছে, কিন্তু পরিবহন দপ্তর সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। এই ইস্যুকে কেন্দ্র করে ফেডারেল সরকার ও ক্যালিফোর্নিয়ার মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে যখন রাজ্যটি অভিবাসী ট্রাকচালকদের নিরাপত্তা ও যোগ্যতা নিয়ে আগেই বিতর্কের মুখে ছিল।

এলএবাংলাটাইমস/ওএম