লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ১

লস এঞ্জেলেসের সিলমার (Sylmar) এলাকায় চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ১ নভেম্বর ভোর রাত ২টা ৩০ মিনিটের কিছু আগে, যখন লস এঞ্জেলেস কাউন্টির ডেপুটিরা লোপেজ ক্যানিয়ন রোডের ১৩০০০ ব্লকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে, যার শরীরের উপরের অংশে একাধিক গুলির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
আরেকজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার আঘাত জীবন-সংকটজনক নয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, গুলিবর্ষণটি সম্ভবত গ্লেন হ্যাভেন এবং শোলম মেমোরিয়াল পার্ক সেমেটারির (Glen Haven and Sholom Memorial Park Cemetery) কাছে ঘটেছে, যদিও কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তদন্তকারীরা জানিয়েছেন, নিহত যুবক কয়েকজনের সঙ্গে গাড়ি পার্ক করে ছিলেন। এসময় একটি ছোট সেডান গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে কেউ একাধিক গুলি ছোড়ে, যার এক বা একাধিক গুলি ওই যুবকের শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিবর্ষণের পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, পুলিশ পৌঁছানোর আগেই।
এখন পর্যন্ত সন্দেহভাজনের কোনো বিবরণ বা পরিচয় প্রকাশ করা হয়নি, এবং গুলির উদ্দেশ্য বা প্রেক্ষাপট এখনো তদন্তাধীন। যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা এর সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য জানেন, তাদের লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের হত্যা তদন্ত বিভাগে (LASD Homicide Bureau) ৩২৩-৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, গোপন সূত্রে তথ্য দিতে চাইলে লস এঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপার্স (L.A. Regional Crime Stoppers)-এর ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে ফোন করা যেতে পারে অথবা অনলাইনে lacrimestoppers.org ওয়েবসাইটে তথ্য প্রদান করা যেতে পারে।


এলএবাংলাটাইমস/ওএম