লস এঞ্জেলেস

নিউহলে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ, নিহত ১

লস এঞ্জেলেসের নিউহল এলাকায় শুক্রবার রাতে অনুষ্ঠিত এক হ্যালোইন পার্টিতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের সদস্যরা রাতের দিকে ডি উলফ রোডের ২৫০০০ ব্লকে প্রাণঘাতী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে। তাদের মধ্যে একজন, আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তি, ঘটনাস্থলেই মারা যান। অন্যজন, ২৭ বছর বয়সী এক যুবক, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। শেরিফ বিভাগের বিবৃতিতে বলা হয়, “প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ওই এলাকায় অনুষ্ঠিত হ্যালোইন পার্টিতে ঘটে যাওয়া এক ঝগড়ার জেরেই গুলিবর্ষণের ঘটনা ঘটে।” তারা আরও জানায়, “দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা গেছে, তবে তাদের দিকনির্দেশনা জানা যায়নি।” স্থানীয় সংবাদমাধ্যম আইউইটনেস নিউজে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পার্টি থেকে মানুষজন বেরিয়ে আসার সময় উদ্ধারকর্মীরা একজন আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। যে কেউ এ ঘটনায় তথ্য জানেন, তারা লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের হোমিসাইড ব্যুরোতে ৩২৩-৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম