যুক্তরাষ্ট্রের চলমান ফেডারেল সরকার শাটডাউনের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শত শত কার্ল’স জুনিয়র রেস্তোরাঁ পরিবারগুলোর জন্য মাত্র ১ ডলারে খাবার সরবরাহ করছে। বিষয়টি নিশ্চিত করেছে রেস্তোরাঁ চেইনটি পরিচালনাকারী কোম্পানি আকাশ ম্যানেজমেন্ট এলএলসি।
১ নভেম্বর থেকে লস এঞ্জেলেস, অরেঞ্জ কাউন্টি ও ইনল্যান্ড এম্পায়ার অঞ্চলে প্রায় ৩০০টি কার্ল’স জুনিয়র শাখায় এই বিশেষ অফার চালু হয়েছে। এই উদ্যোগের আওতায় যোগ্য গ্রাহকরা মাত্র ১ ডলারে পাবেন একটি কিডস হ্যামবার্গার, ছোট আকারের ফ্রাই ও একটি কিডস ড্রিংক।
আকাশ ম্যানেজমেন্টের মালিক ও সিইও আমির সিদ্দিকি জানিয়েছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো শাটডাউনের কারণে আর্থিক চাপের মুখে থাকা পরিবার ও সরকারি কর্মচারীদের সাময়িক স্বস্তি দেওয়া।
তিনি বলেন, “আমরা এখানেই থাকি, এখানেই কাজ করি, এখানেই আমাদের পরিবার গড়ে উঠেছে। যখন আমাদের কমিউনিটি কষ্টে থাকে, আমরা সেই কষ্টও অনুভব করি। অনিশ্চিত সময়েও ন্যায্য মূল্যে এক বেলার উষ্ণ খাবার কিছুটা সান্ত্বনা দিতে পারে — আমরা বিশ্বাস করি সেটি গুরুত্বপূর্ণ।”
ডিসকাউন্ট মূল্যের এই খাবার পেতে গ্রাহকদের নিচের যেকোনো একটি পরিচয়পত্র দেখাতে হবে —
ফেডারেল সরকারি কর্মচারী আইডি
সামরিক আইডি
SNAP বা EBT কার্ড
এর জন্য কোনো অতিরিক্ত ক্রয় বা সদস্যপদ গ্রহণের প্রয়োজন নেই। অফারটি শাটডাউন চলাকালীন সময় পর্যন্ত প্রযোজ্য থাকবে, যতদিন সরবরাহ থাকবে।
সিদ্দিকি আরও বলেন, “এমন সময়গুলোতে ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে আসা মানেই সাহায্যের হাত বাড়ানো। যদি আমাদের এই উদ্যোগ সামান্য হলেও কাউকে স্বস্তি দিতে পারে — সেটাই আমাদের সাফল্য।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম