লস এঞ্জেলেসের সানল্যান্ড এলাকায় শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানিয়েছে, শনিবার রাত প্রায় ১১টা ১০ মিনিটে দমকলকর্মীরা নর্থ স্কোভিল অ্যাভিনিউয়ের ১০৯০০ ব্লকে পৌঁছায়, যেখানে একতলা বাড়িটি পুরোপুরি আগুন ও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।
LAFD মুখপাত্র মার্গারেট স্টুয়ার্ট জানিয়েছেন, ঘটনাস্থলের বাইরে ৮৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বাড়ির ভেতরে আরও মানুষ আটকে থাকার খবর পাওয়ার পর দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করে তীব্রভাবে আগুন নেভানোর অভিযান চালান। পরে বাড়ির ভেতর থেকে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ির বাইরে থাকা আরও চারজন ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন; তাদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। একজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালে মোট আটজন ব্যক্তি এই ঘটনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ব্যাটালিয়ন চিফ স্কট হিলটনের নেতৃত্বে ৩৬ জন দমকলকর্মী প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
LAFD জানিয়েছে, মৃত্যুজনিত অগ্নিকাণ্ডের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ‘আর্সন ও কাউন্টার-টেররিজম’ বিভাগ ঘটনাটির কারণ তদন্ত করছে। দমকলকর্মীরা জানান, ঘটনাস্থলে পৌঁছে কোনো ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম বাজতে শোনেননি, এবং ১৯৪৮ সালে নির্মিত ১,৩৫৯ বর্গফুটের ওই বাড়িটিতে কার্যকর স্মোক ডিটেক্টর ছিল কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহত দুইজনের পরিচয় লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস নিশ্চিত করবে।
কর্তৃপক্ষের মতে, ওই সম্পত্তির দুটি ভবন থেকে প্রায় ১৬ জন বাসিন্দা স্থানচ্যুত হয়েছেন। আমেরিকান রেড ক্রস তাদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে এবং মেয়রের সংকট প্রতিক্রিয়া দল (Mayor’s Crisis Response Team) ক্ষতিগ্রস্তদের মানসিক সহায়তা দিয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম