লস এঞ্জেলেসের নর্থরিজ এলাকায় বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) তথ্যমতে, ২ নভেম্বর ভোররাতে স্থানীয় সময় প্রায় ২টার দিকে ৮৯০০ ব্লকের বালকম অ্যাভিনিউ থেকে একটি কল আসে, যেখানে জানানো হয়—সেখানে এক দম্পতির মধ্যে প্রচণ্ড ঝগড়া চলছে এবং একজন নারী কাঁদছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, লুইস জর্ডান কর্টেজ নামে এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির সামনের উঠোনে দাঁড়িয়ে আছেন এবং তাঁর বান্ধবীকে জিম্মি করে রেখেছেন।
অফিসাররা কর্টেজকে একাধিকবার অস্ত্র ফেলে দিতে বলেন, কিন্তু তিনি নির্দেশ না মেনে ভুক্তভোগী নারীর সঙ্গে ধস্তাধস্তি চালিয়ে যান। তিনি অস্ত্র হাতে রেখেই প্রতিরোধ করতে থাকেন। পরে আত্মসমর্পণ করতে অস্বীকার করলে পুলিশ তাঁর ওপর গুলি চালায় এবং তিনি গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, ঘটনাক্রমে কর্টেজ তাঁর অস্ত্র থেকে এক রাউন্ড গুলি ছোড়েন, যা তাঁর বান্ধবীর দিকে লক্ষ্য করে করা হয়েছিল।
গুলিবিদ্ধ অবস্থায় কর্টেজ কিছু সময় উঠোনে অবস্থান করলেও পরে পুলিশ তাঁকে আলোচনার মাধ্যমে আত্মসমর্পণে রাজি করায়। এরপর তাঁকে আটক করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসা শেষে তাঁকে আগ্নেয়াস্ত্রসহ প্রাণঘাতী হামলার অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী, প্রতিবেশী বা কোনো পুলিশ সদস্য আহত হননি বলে নিশ্চিত করেছে LAPD।
ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম