ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টির পোর্ট হুয়েনিমে এলাকায় ছুরিকাঘাতে দুই কিশোরী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঘটনাটি ঘটে ১ নভেম্বর রাত প্রায় ৯টা ৪০ মিনিটে, নর্থ সিক্সথ প্লেসের ১১০০ ব্লকে। ওই সময় পুলিশে ফোন আসে ছুরিকাঘাতের খবর দিয়ে। কিছুক্ষণের মধ্যেই আবার ফোন আসে—আরেকজন কিশোরীকেও কাছাকাছি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
পোর্ট হুয়েনিমে পুলিশ জানায়, হামলাকারী দুজনই কিশোর বয়সী—একজন লাতিনা কিশোরী ও একজন লাতিনো কিশোর, বয়স আনুমানিক ১৫ বছর। তদন্তে জানা গেছে, কাছাকাছি একটি বাড়ির পার্টিতে সংঘর্ষের জেরেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহত দুই কিশোরীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়; তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বলছে, হামলার কারণ ও ভুক্তভোগী-আসামিদের সম্পর্ক সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।
যে কেউ এই ঘটনার বিষয়ে তথ্য জানলে পোর্ট হুয়েনিমে পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট মাইক হ্যামরিকের সঙ্গে ৮০৫-৯৮৬-৬৫৪১ নম্বরে যোগাযোগ করতে বা ইমেইল পাঠাতে অনুরোধ জানানো হয়েছে (mhamrick@cityofporthueneme.org)। এছাড়া ভেনচুরা কাউন্টি ক্রাইম স্টপারসের নামবিহীন টিপস লাইন ৮০০-২২২-৮৪৭৭ নম্বরেও তথ্য দেওয়া যাবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম