লস এঞ্জেলেস

নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সাবেক চিফ অব স্টাফ ডানা উইলিয়ামসন-এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। বুধবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এরিক গ্রান্ট এ তথ্য নিশ্চিত করেছেন। ৫২ বছর বয়সী উইলিয়ামসন, যিনি কারমাইকেল এলাকার বাসিন্দা, তাঁর বিরুদ্ধে ব্যাংক ও ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্র, ব্যাংক জালিয়াতি, ওয়্যার জালিয়াতি, যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্র, বিচার প্রক্রিয়ায় বাধা প্রদান, মিথ্যা কর রিটার্ন দাখিল এবং মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি বুধবার আদালতে দোষী নন বলে জবানবন্দি দেন। আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত, উইলিয়ামসন অন্যদের সঙ্গে মিলে একটি স্থবির রাজনৈতিক প্রচারণা তহবিল থেকে প্রায় ২ লাখ ২৫ হাজার ডলার তার এক সহযোগীর ব্যক্তিগত কাজে সরিয়ে নেন। অর্থগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করা হয় এবং “ভুয়া চাকরির বেতন” হিসেবে দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস থেকে দেওয়া একটি সিভিল সাবপোনা (আদালত সমন) পাওয়ার পর উইলিয়ামসন ও তার এক সহযোগী পেছনের তারিখে ভুয়া ব্যবসায়িক চুক্তি তৈরি করেন। এই সাবপোনা মূলত তার ব্যবসার পিপিপি (Paycheck Protection Program) ঋণ সংক্রান্ত তদন্তের অংশ ছিল। এছাড়াও তিনি মিথ্যা কর রিটার্নে ১ মিলিয়নের বেশি ডলারের ব্যবসায়িক খরচ দাবি করেন, যেখানে আসলে ছিল তার ব্যক্তিগত ব্যয়—যেমন প্রাইভেট জেট ভ্রমণ, বিলাসবহুল হোটেলে থাকা, ঘরের সাজসজ্জা, ডিজাইনার হ্যান্ডব্যাগ কেনা, এবং বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের ভুয়া চাকরির জন্য বেতন প্রদান। গভর্নর নিউসমের মুখপাত্র নেক্সস্টার মিডিয়া গ্রুপের কাছে এক বিবৃতিতে বলেন, “গভর্নর আশা করেন সব সরকারি কর্মচারী সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখবেন। মিস উইলিয়ামসন আর প্রশাসনের সঙ্গে যুক্ত নন।” তিনি আরও বলেন, “যে সময়ে প্রেসিডেন্ট খোলাখুলি তার রাজনৈতিক প্রতিপক্ষদের তদন্ত করতে অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানাচ্ছেন, সেই সময়ে ‘দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ’—এই আমেরিকান নীতিটি আরও বেশি গুরুত্বপূর্ণ।” দোষী সাব্যস্ত হলে উইলিয়ামসনের প্রতিটি ব্যাংক ও ওয়্যার জালিয়াতি এবং ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা, প্রতিটি বিচার প্রক্রিয়ায় বাধা ও মিথ্যা বিবৃতির অভিযোগে ৫ বছর কারাদণ্ড, এবং প্রতিটি মিথ্যা কর রিটার্নের অভিযোগে ৩ বছর কারাদণ্ড ও ১ লাখ ডলার জরিমানার বিধান রয়েছে। স্যাক্রামেন্টো বি পত্রিকার তথ্যমতে, উইলিয়ামসন ছিলেন গভর্নর নিউসমের তৃতীয় চিফ অব স্টাফ। তার আগে তিনি নিজস্ব পরামর্শক প্রতিষ্ঠান গ্রেস পাবলিক অ্যাফেয়ার্স পরিচালনা করতেন এবং ক্যালিফোর্নিয়ার একাধিক নির্বাচিত কর্মকর্তার সিনিয়র সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে গভর্নরের দপ্তর ছাড়েন, প্রস্তাবনা ৩৬ (Proposition 36) সমর্থকদের সঙ্গে মতবিরোধের পর।   এলএবাংলাটাইমস/ওএম